তরুণীর সঙ্গে নাচ হোমগার্ডের। ছবি: এক্স থেকে নেওয়া।
নাটকের মহড়া চলাকালীন শিশুদের সামনে তরুণীর গায়ের উপর উঠে, জড়িয়ে ধরে অশ্লীল নাচ! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিলম্বিত (সাসপেন্ড) করা হল অন্ধ্রপ্রদেশের এক হোমগার্ডকে। অভিযোগ, ওই হোমগার্ড কয়েক জন খুদের সামনে এক তরুণীর সঙ্গে অশ্লীল ভাবে নাচছিলেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের ওই হোমগার্ডের নাম অজয় কুমার। ভুয়ুরু মণ্ডলের গান্ডিকুন্তা গ্রামের বাসিন্দা তিনি। কাঙ্কিপাড়ু থানায় কর্মরত। প্রতি বছর স্থানীয় লোকনাটকে অংশ নেন অজয়। চলতি বছরেও নিয়েছিলেন। সেই নাটকের মহড়ার চলাকালীনই ওই কাণ্ড ঘটান তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কামরার মধ্যে নাচের মহড়া চলছে। নাচ করছেন এক তরুণী। পাশেই নাচছেন এক যুবক। মঞ্চের কাছে মেঝেয় বসে কচিকাঁচারা ভিড় করে সেই মহড়া দেখছেন। হঠাৎই ওই তরুণীকে জড়িয়ে ধরে নাচতে দেখা যায় অজয়কে। তরুণীর গায়েও উঠে পড়েন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচই ফেলেছে ভিডিয়োটি।
কাঙ্কিপাডু সার্কেল ইন্সপেক্টর উল্লেখ করেছেন, ‘‘অজয় নিয়মিত গ্রামে অনুষ্ঠিত বার্ষিক লোকনাট্যে অংশগ্রহণ করেন। তবে এ বছর তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তা আপত্তিকর।’’ নাচের ভিডিয়োটি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের কাছে পৌঁছোনোর পর অজয়কে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন কৃষ্ণা জেলার পুলিশ সুপার ভি বিদ্যাসাগর নাইডু।
অজয়ের নাচের ভাইরাল ভিডিয়োটি ‘মনা প্রকাসন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। হোমগার্ডের আচরণ নিয়ে তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মহিলা এবং শিশুদের সামনে এমন আচরণ নিন্দনীয়। এটি কী ধরনের সংস্কৃতি?’’