ছবি: এআই সহায়তায় প্রণীত।
বিমানবন্দর থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল একটি বিমান। ভিতরে অনেক যাত্রী ছিলেন। এর মধ্যে হঠাৎ নিরাপত্তার তোয়াক্কা না করেই বিমানের জরুরি দরজা খুলে দিলেন এক যাত্রী! চিৎকার-চেঁচামেচিও করতে থাকলেন। তাঁর কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন বাকি যাত্রীরা। গত ২৫ নভেম্বর হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। ওই যাত্রীকে আটক করা হয়েছে ইতিমধ্যেই।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ নভেম্বর আটলান্টা বিমানবন্দর ছেড়ে আমস্টারডামের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি কেএলএম বিমান। ওই বিমানেই ছিলেন জোহান্স ভ্যান হির্টাম নামে ৪৮ বছর বয়সি এক যাত্রী। বিমান রানওয়েতে চলার সময় হঠাৎ করেই বিমানের জরুরি দরজা খুলে দেন তিনি। জরুরি সিঁড়িও খুলে দেন। এর পর চিৎকার-চেঁচামেচি শুরু করেন। জোহান্স দাবি করেন, তিনি এক যাত্রীকে বিমানের ভিতরে অস্ত্র নিয়ে আসতে দেখেছেন। তাঁর সেই কথা শুনে চাঞ্চল্য ছড়ায় বিমানের অন্দরে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেন আমস্টারডামগামী ওই বিমানের পাইলট।
আটলান্টা পুলিশ জানিয়েছে, জোহান্স নামে ওই যাত্রীর দাবি, তিনি ভেবেছিলেন এক যাত্রী বিমানের মধ্যে অস্ত্র নিয়ে এসেছিলেন। আর সে কারণেই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। বিমানে থাকাকালীন পুলিশের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে বিমানের জরুরি দরজা খুলে দিয়েছিলেন। এর পর বিমানটি রানওয়েতেই থামিয়ে দেন চালক। বিমানটিকে র্যাম্পে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পরেই বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ এসে বিমানে তল্লাশি চালায়। কিন্তু কারও কাছ থেকেই কোনও অস্ত্র মেলেনি। এর পরেই আটক করা হয় জোহান্সকে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, বিমানে কোথাও কোনও অস্ত্র পাওয়া যায়নি। তবে জোহান্সের আচরণে অসঙ্গতি ছিল। আর সে কারণে তাঁকে হেফাজতে নেওয়ার আগে শারীরিক এবং মানসিক পরীক্ষা করানো হয়। বর্তমানে জোহান্স ক্লেটন কাউন্টি কারাগারে বন্দি। তাঁর বিরুদ্ধে বিমানে বেপরোয়া আচরণ, সম্পত্তির ক্ষতি এবং নিরাপত্তা পদ্ধতিতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে বলেও খবর।