রাস্তা দিয়ে স্কুটি ঠেলে নিয়ে যাচ্ছেন বিনীত। ছবি: এক্স থেকে নেওয়া।
স্কুটির পাংচার মেরামত করতে গ্যারেজে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে ঠেলে ঠেলেই নিয়ে যাচ্ছিলেন স্কুটিটিকে। হঠাৎ এক বার থমকে দাঁড়ালেন। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই স্কুটি নিয়ে পড়ে গেলেন রাস্তায়। আর উঠলেন না। রাস্তায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৭ বছর বয়সি যুবকের। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম বিনীত কুচেকর। সোমবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্কুটির পাংচার মেরামত করতে ইনদওরের পারদেশিপুরা এলাকায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন ২৭ বছর বয়সি ওই যুবক। কিন্তু স্কুটি ঠেলে নিয়ে যেতে যেতে হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত হন বিনীত। রাস্তার ধারেই পড়ে যান। স্কুটিটিও তাঁর গায়ের উপর পড়ে। বিনীতকে ওই ভাবে পড়ে যেতে দেখে দৌড়ে আসেন স্থানীয়েরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিনীতের। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিনীতের বাবা সঞ্জয় জানিয়েছেন, হৃদ্যন্ত্র সংক্রান্ত কোনও রোগের ইতিহাস ছিল না পুত্রের। ছেলের অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি।
রাস্তার ধারে বিনীতের পড়ে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নন্দিনী লক্ষকর নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। যুবকের পরিণতি দেখে দুঃখপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। কমবয়সিদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।