Cheating in Relationship

‘গাছের তলায় দাঁড়িয়ে প্রিয় বন্ধুর সঙ্গে এ কী করছে প্রেমিকা’! দৃশ্য দেখে পায়ের তলার মাটি সরে গেল, ভাঙল হৃদয়, কী দেখলেন তরুণ?

তরুণ রেডিট ব্যবহারকারীর পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে সেই পোস্ট। পোস্টটি দেখার পর তরুণকে একাধিক পরামর্শ দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিগত ন’মাস ধরে সম্পর্কে। প্রেমিকাকে চমক দিতে এক দিন হঠাৎ করে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে চমকে গেলেন নিজেই। একটি দৃশ্য দেখার পর পায়ের তলা থেকে মাটি সরে গেল তাঁর। ভেঙে গেল মন। সমাজমাধ্যম রেডিটে তেমনটাই জানিয়েছেন এক ব্যবহারকারী। কিন্তু প্রেমিকার বাড়ি গিয়ে তিনি কী এমন দেখলেন?

Advertisement

ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, প্রেমিকার বাড়ি গিয়ে তিনি দেখেন, একটি গাছের নীচে দাঁড়িয়ে তাঁরই প্রিয় বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন প্রেমিকা। চুম্বন করছেন একে অপরকে। সে দৃশ্য দেখে চমকে যান তরুণ। দু’জন প্রিয় মানুষের কাছ থেকে আঘাত সহ্য করতে না পেরে হৃদয় ভাঙে তাঁর। চুপচাপ চলে যান ওই জায়গা থেকে।

রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমার ওই জায়গায় থাকার কথা ছিল না। আমি কেবল আমার প্রেমিকাকে চমকে দিতে গিয়েছিলাম। ভেবেছিলাম ওর বাড়ি গিয়ে চকোলেট দেব। কিন্তু আমিই চমকে গেলাম। দেখি আমার প্রেমিকা একটি আমগাছের পাশে দাঁড়িয়ে হাসছে। তার সঙ্গে আমার প্রিয় বন্ধু। অষ্টম শ্রেণি থেকে আমরা একে অপরকে চিনি। এর পর দু’জনে গভীর ভাবে চুম্বন করতে থাকে একে অপরকে। কোনও দ্বিধা নেই, কোনও কিন্তু কিন্তু ভাব নেই।’’

Advertisement

রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, প্রেমিকা এবং বন্ধুকে চুম্বনরত অবস্থায় দেখার পর তিনি বাড়ি ফিরে যান। কোনও চিৎকার-চেঁচামেচি বা হট্টগোল তিনি করেননি। কাঁপা হাতে বাড়ির দরজা খুলে বিছানায় শুয়ে পড়েন। পরে প্রেমিকা এবং প্রিয় বন্ধুকে মেসেজও করেন। রেডিট ব্যবহারকারীর কথায়, ‘‘এক জনের সঙ্গে ৯ মাসের সম্পর্ক। অন্য জনের সঙ্গে ছোটবেলা থেকে। কিন্তু দু’জনেই আমার সঙ্গে এ রকম করার পর স্বাভাবিক আচরণ করছে। আমার মন ভেঙে গিয়েছে। কারও কাছ থেকে সহানুভূতির দরকার নেই আমার। কিন্তু আপনাদের সঙ্গে যদি এমনটা ঘটে তা হলে কী করবেন আপনারাই বলুন!’’

তরুণ রেডিট ব্যবহারকারীর সেই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে সেই পোস্ট। পোস্টটি দেখার পর তরুণকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রথমে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। তার পর ভাল করে পড়াশোনা করে সরকারি আধিকারিক হয়ে যান। তবে কারও প্রতি বদলার মনোভাব রাখবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার সঙ্গে প্রায় একই ঘটনা ঘটেছে। প্রতিশোধ নেওয়ার কথা ভেবো না। কারণ, শেষে তোমায় শূন্যতা গ্রাস করবে। তার চেয়ে ভাল সম্পর্ক ছিন্ন করে নিজেকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement