স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে ধরে মারছেন যুবক। সামনে জনতার ভিড়। ছবি: এক্স থেকে নেওয়া।
লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন তরুণী। প্রেমিককে নিয়ে যাচ্ছিলেন আদালতে। খবর পেয়ে পৌঁছে গেলেন তাঁর স্বামী। পুলিশের সামনেই পেটালেন স্ত্রী এবং তাঁর প্রেমিককে। সেই দৃশ্য দেখতে ভিড় জমে গেল রাস্তায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে এক বধূ এবং তাঁর প্রেমিককে ধরে পেটাচ্ছেন এক যুবক। সেই দৃশ্য দেখতে ভিড় জমে গিয়েছে। পুলিশও ঘটনাস্থলে রয়েছে। দু’পক্ষকে নিরস্ত করার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকেরা। কিন্তু যুবক দু’জনের উপরেই কিল-চড়-ঘুষি চালাতে থাকে। কিছু ক্ষণ পরে স্ত্রীর প্রেমিককে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর পর ওই যুবকও স্ত্রীর ঘাড় ধরে অন্য দিকে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে শেষমেশ কী হল, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যে দিকে তাকাই, শুধু পরকীয়া। তবে যুবকের ও ভাবে মারধর করা উচিত হয়নি। পুলিশের দ্বারস্থ হতে পারতেন তিনি।’’