Wedding Viral

বরযাত্রীর সঙ্গে নাচার সময় ঘোমটা না তুলেই অদ্ভুত কায়দায় বিয়ার পান! মহিলাদের ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের শোভাযাত্রা যাচ্ছে। রাস্তা জুড়ে নাচছেন বরযাত্রীরা। নাচছেন কয়েক জন মহিলাও। তাঁদের মুখ ঢাকা ঘোমটায়। এমন সময় নাচতে নাচতে প্রকাশ্য রাস্তাতেই বিয়ারের বোতল হাতে তুলে নেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮
Share:

নাচতে নাচতে বিয়ারে চুমুক মহিলাদের। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-বধূকে। পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখেও হেসে কুটোপাটি নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের শোভাযাত্রা যাচ্ছে। রাস্তা জুড়ে নাচছেন বরযাত্রীরা। নাচছেন কয়েক জন মহিলাও। তাঁদের মুখ ঢাকা ঘোমটায়। এমন সময় নাচতে নাচতে প্রকাশ্য রাস্তাতেই বিয়ারের বোতল হাতে তুলে নেন তাঁরা। ঘোমটার মধ্যে বিয়ারের বোতল ঢুকিয়ে চুমুক দেন বিয়ারে। এর পর এক হাত থেকে অন্য হাতে চলে যায় বিয়ারের বোতল। ঘোমটা না তুলেই কায়দা করে বিয়ার খান সেই মহিলাও। বিয়ার খেয়ে আবার শুরু হয় নাচ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অদ্ভুত কায়দায় বিয়ার পান! এ বারই তো নাচের আসল মজা আসবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement