Viral Video

তরুণীদের পিছু ধাওয়া, অশ্লীল ইঙ্গিত! বেয়াদপ যুবককে ধরে শিক্ষা দিল তরুণীর দল, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত দু’-তিন সপ্তাহ ধরে মাহোবায় কোচিংয়ে যাওয়া একদল তরুণীকে প্রায় প্রতি দিন উত্ত্যক্ত করতেন এক যুবক। অভিযোগ, তাঁদের পিছু পিছু গিয়ে নোংরা নোংরা ইশারাও করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩
Share:

অভিযুক্ত যুবকের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন এক তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

কোচিং ক্লাসে যাওয়ার পথে একদল তরুণীকে ধাওয়া করে নোংরা নোংরা ইশারা, হয়রানির অভিযোগ! অভিযুক্ত যুবককে ধরে নিজেরাই ‘শাস্তি’ দিলেন ওই তরুণীরা। জনসমক্ষে চড়-কিল-ঘুষি মারার পাশাপাশি জুতোপেটাও করলেন যুবককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত দু’-তিন সপ্তাহ ধরে মাহোবায় কোচিংয়ে যাওয়া একদল তরুণীকে প্রায় প্রতি দিন উত্ত্যক্ত করতেন এক যুবক। অভিযোগ, তাঁদের পিছু পিছু গিয়ে নোংরা নোংরা ইশারাও করতেন। প্রথমে ওই ছাত্রীর দল যুবকের অশ্লীল অঙ্গভঙ্গি উপেক্ষা করলেও যুবকের অশালীন আচরণ বাড়তে থাকে। সোমবার ওই যুবক আবার পিছু নিলে প্রতিবাদ করে ওঠেন তরুণীরা। বাস বাজার এলাকার রাস্তাতেই চড়াও হন ওই যুবকের উপর। মারধর করেন। যুবককে জনসমক্ষেই চড়-কিল-ঘুষি মারেন তাঁরা। পরে জুতোপেটাও করেন। সেই দৃশ্য দেখে রাস্তায় জনগণের ভিড় জমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ওই তরুণীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীদের কুর্নিশ জানাই। খুব ভাল কাজ করেছেন। উচিত শিক্ষা দিয়েছেন ওই যুবককে।’’

Advertisement

ঘটনাটি প্রসঙ্গে পুলিশ আধিকারিক মণীশ কুমার পাণ্ডে জানিয়েছেন যে তিনি ভাইরাল ভিডিয়োটি সম্পর্কে অবগত। তবে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করে সঠিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement