Prannoy Roy

স্বস্তি প্রণয়-রাধিকার, আয়কর দফতরকেই জরিমানা করল দিল্লি হাই কোর্ট

২০১৩-এ ওই লেনদেন ও করের মূল্যায়ন হয়। ফলে ইতিমধ্যেই যে মামলার মীমাংসা হয়েছে, ফের একই কারণে তার পুনর্মূল্যায়নের নোটিস পাঠানো অযৌক্তিক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:১১
Share:

এনডিটিভি-র প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার প্রণয় রায়। ফাইল চিত্র।

দীর্ঘ ন’বছর লড়াইয়ের পরে আয়কর সংক্রান্ত এক মামলায় দিল্লি হাই কোর্টে স্বস্তি পেলেন এনডিটিভি-র প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার প্রণয় রায় এবং তাঁর স্ত্রী রাধিকা রায়। তাঁদের কাছে আয়কর দফতরের পাঠানো কর পুনর্মূল্যায়নের নোটিস নিয়ে সোমবার প্রশ্ন তুলল দিল্লি হাই কোর্ট। এ সংক্রান্ত রায়ে কর দফতরের প্রচেষ্টাকে ‘অন্যায্য’ তকমা দিয়ে দফতরের উপরে দু’লক্ষ টাকা জরিমানাও চাপাল আদালত। এক লক্ষ করে পাবেন প্রণয় ও রাধিকা।

এক অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালে এনডিটিভি-র মূল সংস্থা আরআরপিআর হোল্ডিং-এর ২০০৯-১০ হিসাববর্ষের জন্য সুদহীন ঋণের ক্ষেত্রে আয়কর পুনরায় খতিয়ে দেখতে বলেছিল ওই দফতর। অভিযোগ করে, এই ধরনের সুদহীন ঋণকে আয় হিসেবে ধরার যোগ্য। প্রণয় ও রাধিকার দাবি ছিল, তার আগে ২০১১ সালেও একই কারণে মামলা চালায় দফতর। ২০১৩-এ ওই লেনদেন ও করের মূল্যায়ন হয়। ফলে ইতিমধ্যেই যে মামলার মীমাংসা হয়েছে, ফের একই কারণে তার পুনর্মূল্যায়নের নোটিস পাঠানো অযৌক্তিক। ২০১৭-এ তাতে স্থগিতাদেশও জারি হয়।

সোমবার তাঁদের দাবিকেই মান্যতা দিয়েছে দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জানায়, আয়কর দফতরের এই নির্দেশ আদতে তাদের ‘খামখেয়ালিপনা’ এবং ‘এক্তিয়ার বহির্ভূত’। এতে প্রণয় এবং রাধিকার নিজের সম্পত্তি রক্ষা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ চালানোর সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। পাশাপাশি, কোনও অর্থের জরিমানাই এই ধরনের মামলায় যথেষ্ট নয় বলেও জানিয়েছে আদালত। তবে দৃষ্টান্ত রাখতে আয়কর দফতরকে টোকেন হিসেবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন