ভাঁড়ার ভাগ কমিটির মাথায় বিমল জালান

ঝুঁকি এড়াতে রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারের মাপ কতটা হওয়া উচিত, সেই সিদ্ধান্ত নেবে কমিটি। খতিয়ে দেখবে তাদের হাতে বাড়তি সম্পদ আছে কিনা। প্রস্তাব দেবে সরকারকে শীর্ষ ব্যাঙ্কের কতটা ডিভিডেন্ড দেওয়া উচিত তা নিয়েও। ক’দিন আগেই যে ডিভিডেন্ড দাবির বার্তা দিয়েছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০৪:০৭
Share:

বিমল জালান

মাস খানেক আগে রিজার্ভ ব্যাঙ্ক পর্ষদের বৈঠকে ঠিক হয়েছিল কেন্দ্রকে তাদের বাড়তি ভাঁড়ারের ভাগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তৈরি হবে বিশেষজ্ঞ কমিটি। যে বিষয়টি ঘিরে তুঙ্গে উঠেছে কেন্দ্র-শীর্ষ ব্যাঙ্ক চাপানউতোর। বুধবার তাদের প্রাক্তন গভর্নর বিমল জালানকে সেই কমিটিরই প্রধান নিযুক্ত করল আরবিআই। ভাইস চেয়ারম্যান প্রাক্তন আর্থিক বিষয়ক সচিব রাকেশ মোহন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ, আরবিআই পর্ষদের সদস্য ভারত দোশী ও সুধীর মাঁকড়, ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন।

Advertisement

ঝুঁকি এড়াতে রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারের মাপ কতটা হওয়া উচিত, সেই সিদ্ধান্ত নেবে কমিটি। খতিয়ে দেখবে তাদের হাতে বাড়তি সম্পদ আছে কিনা। প্রস্তাব দেবে সরকারকে শীর্ষ ব্যাঙ্কের কতটা ডিভিডেন্ড দেওয়া উচিত তা নিয়েও। ক’দিন আগেই যে ডিভিডেন্ড দাবির বার্তা দিয়েছে কেন্দ্র।

আরবিআই জানিয়েছে, কমিটি রিপোর্ট জমা দেবে তাদের বৈঠকের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে। সে জন্য ওই সব ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মের খোঁজ খবরও নিতে বলা হয়েছে তাদের।

Advertisement

কেন্দ্রের অবস্থান • রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে থাকা বাড়তি সম্পদের একটি অংশও পাওয়া উচিত কেন্দ্রের। বিধি বদল হোক সেই অনুসারে। রিজার্ভ ব্যাঙ্কের যুক্তি • অর্থনীতির ঝড়ঝাপটা সামাল দিতে ওই ভাঁড়ার জরুরি। তৈরি কমিটি • ভাঁড়ার ভাগের সব দিক খতিয়ে দেখতে প্রাক্তন আরবিআই গভর্নর বিমল জালানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি। ভাইস চেয়ারম্যান প্রাক্তন আর্থিক বিষয়ক সচিব রাকেশ মোহন।

কেন্দ্রের তরফে চাপ তৈরি করে ভাঁড়ারের বাড়তি অংশ আদায় অর্থনীতির পক্ষে ভাল হবে না বলে আগেই সাবধান করেছেন প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন থেকে অর্থনীতিবিদ কৌশিক বসুর মতো অনেকে। অর্থমন্ত্রীর দাবি, রাজকোষ ঘাটতি মেটাতে বাড়তি তহবিল লাগবে না। কিন্তু প্রশ্ন উঠছে, তা হলে এ নিয়ে এত বিতর্ক কেন? কেনই বা হঠাৎ অন্তর্বর্তী ডিভিডেন্ডের কথা বলছে কেন্দ্র? বিশেষত শিয়রে যেখানে লোকসভা ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন