Cheapest Premium Train in India

শতাব্দী, তেজস থেকে বন্দে ভারত বা গতিমান, সংশোধিত ভাড়ায় সবচেয়ে সস্তায় চড়া যাচ্ছে কোন প্রিমিয়াম ট্রেনে?

ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনের তালিকায় নাম আছে শতাব্দী, তেজস, বন্দে ভারত এবং গতিমান এক্সপ্রেসের। এদের মধ্যে কার টিকিটের দাম সবচেয়ে কম?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:২৩
Share:

—প্রতীকী ছবি।

বন্দে ভারত থেকে গতিমান। তেজস বা শতাব্দী। এদের প্রত্যেকেরই নাম আছে ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনের তালিকায়। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগে জায়গা পেয়েছে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসও। এদের মধ্যে ভাড়ার দিক থেকে কোনটা সবচেয়ে সস্তা? প্রিমিয়াম ট্রেনের মধ্যে কার টিকিটের দাম সবচেয়ে বেশি? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে শতাব্দী, তেজস, বন্দে ভারত এবং গতিমানে দু’ধরনের আসন রয়েছে। সেগুলি হল এসি চেয়ার কার এবং এগ্‌জ়িকিউটিভ ক্লাস। সম্প্রতি ভাড়া বৃদ্ধির পর প্রথমটিতে এক থেকে ৫০ কিলোমিটারের জন্য শতাব্দী এক্সপ্রেসের টিকিটের দাম দাঁড়িয়েছে ১৭৪ টাকা। অন্য দিকে একই দূরত্ব যেতে তেজস এক্সপ্রেসে ২০৮ টাকা, বন্দে ভারতের ক্ষেত্রে ২৪৩ টাকা এবং গতিমান এক্সপ্রেসে সফর করলে ২৫১ টাকা দিতে হবে।

এগ্‌জ়িকিউটিভ ক্লাসের ক্ষেত্রেও শতাব্দী এক্সপ্রেসে টিকিটের মূল্য সবচেয়ে কম। এতে এক থেকে ৫০ কিলোমিটারের ভাড়া ৩৮৮ টাকা ধার্য করেছে রেল। একই দূরত্ব যেতে তেজসে ৪৬৫ টাকা, বন্দে ভারতে ৫০৪ টাকা এবং গতিমান এক্সপ্রেসে ৫৬২ টাকা দিতে হবে যাত্রীকে। অন্য দিকে ১০০, ২০০ এবং ৩০০ কিলোমিটারের চেয়ার কারে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া দাঁড়িয়েছে যথাক্রমে ২১৯, ৩৪২ এবং ৪৫৮ টাকা।

Advertisement

ভারতীয় রেলের চারটি প্রিমিয়াম ট্রেনের ভাড়া নীচের তালিকায় দেওয়া হল।

চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া কার্যকর করেছে রেল। ফলে নতুন নিয়মে নন-এসি কামরায় ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় অতিরিক্ত ১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। উল্লেখ্য, নন-এসি কামরায় মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে বাড়িয়েছে জাতীয় পরিবহণ সংস্থা। একই ভাবে এসি কামরার ভাড়াও প্রতি কিলোমিটারে দু’পয়সা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ম শহরতলির লোকাল ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেল বা এক্সপ্রেসে ট্রেনে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত রেখেছে রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement