প্রশ্ন রেখেই আশ্বাস দরের

প্রধানমন্ত্রীর দফতরের দাবি, মোদী জানিয়েছেন, ২০১৮-১৯ সালের জন্য ধান-সহ খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হবে চাষের খরচের ১৫০% (দেড় গুণ)। আর তাতে সায় দেওয়া হবে মন্ত্রিসভার আগামী বৈঠকেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৩:৫৪
Share:

এর আগে ‘মন কি বাত’-এ বলেছিলেন। আর এ বার প্রতিশ্রুতি দিলেন নিজের বাসভবনে। প্রায় দেড়শো আখচাষির সঙ্গে আলাপচারিতায় বসে।

Advertisement

প্রধানমন্ত্রীর দফতরের দাবি, মোদী জানিয়েছেন, ২০১৮-১৯ সালের জন্য ধান-সহ খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হবে চাষের খরচের ১৫০% (দেড় গুণ)। আর তাতে সায় দেওয়া হবে মন্ত্রিসভার আগামী বৈঠকেই। শুধু তা-ই নয়, আখচাষিদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আখের সহায়ক মূল্যও ঘোষণা করা হবে সপ্তাহ দুয়েকের মধ্যে।

কিন্তু বিরোধীরা বলছেন, খরিফ শস্যের এমএসপি অন্য বার ঘোষণা করা হয় জুনের গোড়ায়। এ বার এখনও তা না হওয়ায় আতান্তরে চাষিরা। চাষের খরচের মধ্যে কী ধরা হবে, তা-ও এখনও খোলসা করেনি কেন্দ্র। বলেনি যে, তিনটির মধ্যে কোন পদ্ধতিতে ওই হিসেব কষবে কেন্দ্র।

Advertisement

বাজেটে ঘোষণা

• ফসলের ন্যূনতম দর দেওয়া হবে চাষের খরচের দেড় গুণ

খরচ হিসেব

চাষের খরচ হিসেব হয় তিন ভাবে—

• শুধু উপকরণের খরচ ধরে।

• উপকরণের খরচের সঙ্গে পারিবারিক মজুরি যোগ করে।

• চাষের যাবতীয় খরচ ধরে। যার মধ্যে পড়ে জমি লিজ কিংবা ধার নেওয়ার খরচও।

পিএমও-র দাবি

• প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ২০১৮-১৯ সালের জন্য ধান-সহ খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হবে চাষের খরচের ১৫০% (দেড় গুণ)।

• এতে সায় দেওয়া হবে মন্ত্রিসভার আগামী বৈঠকেই।

কিন্তু প্রশ্ন

• এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ ছিল, ফসলের ন্যূনতম দাম হওয়া উচিত সার্বিক খরচের তিন গুণ। সরকার সে কথাই বলছে কি?

• চাষের খরচের মধ্যে কী কী ধরা হবে, তা কিন্তু এখনও স্পষ্ট নয়।

তাদের মতে, প্রথমে গুজরাতে গ্রামে ব্যালটে ধাক্কা। তার পরে মহারাষ্ট্রে চাষিদের ‘লং মার্চ’। শেষে ‘গন্না’ (আখ) নিয়ে উত্তরপ্রদেশে হিমসিম দশা। লোকসভা ভোটের মুখে পরিস্থিতি সুবিধার নয় বুঝেই এখন চাষিদের মন পেতে এমন শুক্‌নো প্রতিশ্রুতি দিচ্ছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন