২০০ কোটি টাকা লগ্নি গার্ডেনরিচের

জাহাজ তৈরির রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বাজারে প্রথম বার শেয়ার (আইপিও) ছেড়ে ৩৪০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। ইস্যু ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। আইপিও-র মাধ্যমে কেন্দ্র তাদের ২৫% শেয়ার বিক্রি করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৬
Share:

ফাইল চিত্র।

কলকাতায় রাজাবাগান ডকইয়ার্ডে জাহাজ তৈরির কারখানা সম্প্রসারণের জন্য ২০০ কোটি টাকা লগ্নি করবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। সেখানে ছোট ও মাঝারি মাপের জাহাজ তৈরি হবে বলে বুধবার জানান সংস্থার সিএমডি ভি কে সাক্সেনা। তিনি আরও জানান, তিন বছরের মধ্যে সম্প্রসারণের কাজ শেষ হবে। তার পরে একই সঙ্গে ২৪টি যুদ্ধ জাহাজ তৈরি করতে পারবে জিআরএসই।

Advertisement

এর পাশাপাশি, জাহাজ তৈরির রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বাজারে প্রথম বার শেয়ার (আইপিও) ছেড়ে ৩৪০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। ইস্যু ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। আইপিও-র মাধ্যমে কেন্দ্র তাদের ২৫% শেয়ার বিক্রি করবে। ফলে পুরো টাকাটাই যাবে সরকারের ঘরে। সাক্সেনা বলেন, নথিবদ্ধ সংস্থা হিসাবে আমাদের দায়িত্ব আরও বাড়বে। কারণ, এ বার থেকে সংস্থা পরিচালনার ব্যাপারে আমাদের সাধারণ শেয়ারহোল্ডারদের কাছেও জবাবদিহি করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন