২০২৫ সালে মূল্যবৃদ্ধির হার কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। যদি আসে, তবেই খানিকটা সুদ কমাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক। —প্রতীকী চিত্র।
রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর পদের দায়িত্বভার গ্রহণ করছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্র। শিল্প-সহ সংশ্লিষ্ট সমস্ত মহলের আশা, এ বার হয়তো সুদ ছাঁটাই করে পুঁজি সংগ্রহের খরচ কমানোর পথে হাঁটবে শীর্ষ ব্যাঙ্ক। এমনকি তা হতে পারে আগামী ফেব্রুয়ারির ঋণনীতিতেই। আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসও তেমনটাই মনে করছে। আজ এক রিপোর্টে তাদের বার্তা, ২০২৫ সালে মূল্যবৃদ্ধির হার কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। যদি আসে, তবেই খানিকটা সুদ কমাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক। চলতি (২০২৪-২৫) অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত (৬.৮%) রেখেছে এসঅ্যান্ডপি। আগামী অর্থবর্ষে তা ৬.৯% হতে পারে। তবে একই সঙ্গে অর্থনীতির কিছু ঝুঁকির দিক সম্পর্কে সতর্কও করেছে তারা।
তাদের বক্তব্য, অর্থনীতির কোনও কোনও জায়গা এখনও দুর্বল। যেমন, শহুরে মধ্যবিত্ত শ্রেণি কেনাকাটার ব্যাপারে কিছুটা সতর্ক। বাজারে চাহিদা শ্লথ। উৎপাদন ক্ষেত্র নিয়ে চিন্তা এখনও দূর হয়নি। এগুলিকে অতিক্রম করে কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার বাড়ানোর দিকে নজর রাখতে হবে সরকারকে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে