Gold- Silver Price

যুদ্ধের আশঙ্কায় সুরক্ষার খোঁজ, নজিরবিহীন বৃদ্ধি সোনা-রুপোর দামে

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে-র কথায়, ‘‘ব্যবসায়ীরা ২২ ক্যারাটের বদলে ১৮ ক্যারাট সোনা দিয়ে গয়না তৈরি বাড়াতে চাইছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৭:১৫
Share:

কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৯৯,৭০০ টাকা। —প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় অশান্তি বাড়তেই নতুন শিখরে উঠল সোনা-রুপোর দাম। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) এই প্রথম পৌঁছল ৯৯,৭০০ টাকায়। ১০ গ্রাম গয়নার সোনাও (২২ ক্যারাট) ৯৪,৭৫০ টাকা হয়েছে। রুপো এক লক্ষ টাকা পেরিয়েছিল আগেই। এ বার এক কেজি খুচরো রুপোর দাম দাঁড়াল ১,০৬,৮৫০ টাকা।

পাকা সোনার ব্যবসায়ী জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরা বলেন, ‘‘ফের লগ্নিকারীরা সুরক্ষার খোঁজে সোনাকে আঁকড়ে ধরেছেন। চাহিদা দাম বাড়িয়ে দিচ্ছে। কলকাতায় সোনা কেনাবেচা প্রায় বন্ধ।’’ এক দিনে খুচরো সোনা বেড়েছে ২১০০ টাকা। রুপোও ১৪৫০ টাকা চড়েছে।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সেক্রেটারি নবীন চন্দ্রের দাবি, ‘‘বিক্রি প্রায় ৮০% কমেছে।’’ অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে-র কথায়, ‘‘ব্যবসায়ীরা ২২ ক্যারাটের বদলে ১৮ ক্যারাট সোনা দিয়ে গয়না তৈরি বাড়াতে চাইছেন। সোনার আগুন দামে রুপোর কদর বাড়ছে। ফলে তা-ওদামি হচ্ছে।’’ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার জানান,যাঁদের বিয়ের জন্য গয়না কিনতেই হবে, তাঁরা সব থেকে বিপাকে পড়েছেন।

লাফ

জিএসটি যোগ করে খুচরো পাকা সোনার দাম ১,০২,৬৯১ টাকা।

গয়নার সোনা কর নিয়ে ৯৭,৫৯২.৫০ টাকা।

আর খুচরো রুপো ১,১০,০৫৫.৫০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন