—প্রতীকী চিত্র।
নতুন বছরের প্রথম ১৪ দিনেই খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) বাড়ল ৮৫৫০ টাকা। কেজি পিছু খুচরো রুপোর বৃদ্ধি ৪৩,৪০০। শুধু বুধবারই কলকাতায় সোনা ১৩০০ টাকা বেড়ে হয়েছে ১,৪২,৯০০। আর ১৪,৬০০ টাকা বেড়ে রুপো ২,৭৮,৫৫০ টাকা। সব দামই নজির। এই আবহে বাজেটে গয়না শিল্পের জন্য সুরাহা চেয়েছে তাদের সংগঠন ও রফতানিকারীরা। তার মধ্যে আছে আমদানি শুল্কের হার ও জিএসটি ছাঁটাই এবং বিভিন্ন নিয়মের সংস্কার।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীনেশ কাবরার মতে, ‘‘পরিস্থিতি এত অনিশ্চিত যে, কাল কী হবে বলা যাচ্ছে না।’’ জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান কীরিট বনসালির বক্তব্য, আমেরিকার চড়া শুল্ক, ক্রেতার বদলে যাওয়া পছন্দ এবং বিশ্বের জোগানশৃঙ্খল পাল্টে যাওয়ার কারণে প্রতিযোগিতার ধারাটাও বদলছে। ফলে ভারতকে নিজের জায়গা ধরে রাখতে রফতানির খরচ কমানো। সোনা-রুপোয় জিএসটি ৩% থেকে কমিয়ে ১.২৫% করার দাবি অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে