Neil Nitin Mukesh Birthday

১৭ বছরের কর্মজীবনে একাধিক ছবি অসফল! তা সত্ত্বেও কোটি কোটি টাকার মালিক নীল নীতিন মুকেশ

নীলের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হল ‘নিউ ইয়র্ক’। এর পরে ‘জেল’, ‘লাফাঙ্গে পরিন্দে’, ‘সাত খুন মাফ’, ‘প্লেয়ার্স’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৫
Share:

নীলের সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

৪৪ বছর পূর্ণ করলেন নীল নীতিন মুকেশ। সম্পর্কে তিনি সঙ্গীতশিল্পী মুকেশের নাতি। বাবা নীতিন মুকেশও গায়ক। কিন্তু নীল বেছে নিয়েছিলেন অভিনয়। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও অধিকাংশই বক্সঅফিসে অসফল হয়।

Advertisement

শৈশবের গানের আবহে বড় হয়েছেন নীল। নামকরণ করেছিলেন লতা মঙ্গেশকর। মহাকাশচারী নীল আমস্ট্রং-এর নাম অনুকরণ করে এই নামকরণ করা হয়েছিল। শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেছিলেন ‘বিজয়’ নামে একটি ছবিতে। ২০০৭ সালে ‘জনি গদ্দার’ ছবিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন নীল। এর পরে ‘আ দেখে জ়রা’ নামে একটি ছবিতে অভিনয় করেন।

নীলের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হল ‘নিউ ইয়র্ক’। এর পরে ‘জেল’, ‘লাফাঙ্গে পরিন্দে’, ‘সাত খুন মাফ’, ‘প্লেয়ার্স’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু অধিকাংশ ছবিই বক্সঅফিসে অসফল।

Advertisement

১৭ বছরের কর্মজীবনে ১১টিরও বেশি অসফল ছবি নীলের। একসময়ে ‘বলিউডের সবচেয়ে অসফল নায়ক’ তকমাও পেয়েছিলেন তিনি। তবে সম্পত্তির দিক থেকে পিছিয়ে নেই নীল। জানা যায়, নীল ৪০ কোটি টাকার সম্পত্তির মালিক। এর মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি থেকে নানা রকমের দামি গাড়ি। অভিনয় থেকে কিছুটা সরে গেলেও ব্র্যান্ডের হয়ে প্রচার করেন নীল। এ ছাড়া প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর। সেখান থেকে তাঁর উপার্জন হয়।

২০০৭ সালে নীলের প্রথম ছবি ‘জনি গদ্দার’ সমালোচকমহলে প্রশংসিত হয়েছিল। কিন্তু বক্সঅফিসে মাত্র ৫.৬৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি। পর পর ছবি অসফল হওয়ায় বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। ২০২৩ সালে তাঁর প্রত্যাবর্তন আর মাধবনের সঙ্গে ‘হিসাব বরাবর’ ছবিতে। তবে সেটিও সাড়া ফেলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement