দিশা ও তলবিন্দর বলিউডের নতুন যুগল! ছবি: সংগৃহীত।
আলোচনায় দিশা পটানী ও তলবিন্দর সিংহ সিদ্ধু। বলিউডে গুঞ্জন, তাঁরা নাকি সম্পর্কে রয়েছেন। নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়ের আসর থেকে এই জল্পনার সূত্রপাত। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তাঁরা কেউই। তবে বলিউডে গুঞ্জন ছড়াতে সময় লাগে না। দিশার থেকে বয়সে পাঁচ বছরের ছোট তলবিন্দর। দু’জনেই নিজেদের কর্মজগতে পরিচিত নাম। এ বার প্রকাশ্যে তাঁদের সম্পত্তির পরিমাণ।
তলবিন্দর একজন পঞ্জাবি গায়ক-গীতিকার। পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন মোড়কে তৈরি করেন তিনি। তবে নিজের খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবন মেলাতে চান না। তাই মুখোশে ঢেকে রাখেন মুখ। আসলে তাঁকে কেমন দেখতে, তা এখনও কেউ জানে না। যদিও নূপুরের বিয়েতে নাকি তাঁকে মাস্ক ছাড়াই দেখা গিয়েছে বলে দাবি নেটাগরিকের। দেশবিদেশে বহু অনুষ্ঠান করেন তলবিন্দর। ছবিতেও গান গেয়েছেন তিনি। কর্ণ অজুলা, হনী সিংহের মতো শিল্পীদের সঙ্গে জোট বেঁধেও বেশ কিছু কাজ করেছেন তলবিন্দর। শিল্পীর ‘খয়াল’, ‘নশা’ গানগুলি নতুন প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি ১১.৫ কোটি টাকার অধিকারী।
অন্য দিকে দিশা পটানী বর্তমানে ৭৫ কোটি টাকার মালকিন। অভিনয়ের পাশাপাশি ফিটনেসের জন্যও তিনি প্রশংসিত অনুরাগীদের মধ্যে। ছবিতে ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নেন দিশা। সেই সঙ্গে ব্র্যান্ডের হয়ে প্রচার করতে তিনি নেন ১ থেকে ১.৫ কোটি টাকা। মুম্বইয়ে দু’টি বাড়ি রয়েছে দিশার। একটির দাম ৬ কোটি টাকা। অন্যটির দাম ৫ কোটি টাকা। গাড়ির সম্ভারেও রয়েছে মার্সিডিজ় বেন্জ, রেঞ্জ রোভার, অডির মতো গাড়ি।