GST Cut in Gold

সেপ্টেম্বরে সর্বাধিক এক শতাংশ কমতে পারে জিএসটি, উৎসবের মরসুমে কতটা সস্তা হবে সোনার গয়না?

সেপ্টেম্বরের বৈঠকে সোনার উপরে কর কমানোর সিদ্ধান্ত নিতে পারে জিএসটি কাউন্সিল। বর্তমানে ‘হলুদ ধাতু’তে তিন শতাংশ কর নিয়ে থাকে সরকার। এ ছাড়া অলঙ্কার নির্মাণের খরচের উপরে রয়েছে পাঁচ শতাংশ জিএসটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১২:৫৫
Share:

প্রতীকী ছবি।

উৎসবের মুখে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য সুখবর। উৎসবের মরসুমে আরও কমতে পারে ‘হলুদ ধাতু’র দর। সে ক্ষেত্রে পুজোর মধ্যে সোনার দোকানগুলিতে ভিড় বৃদ্ধির রয়েছে সম্ভাবনা। সূত্রের খবর, ‘হলুদ ধাতু’তে গুড্‌স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি ০.৫ থেকে এক শতাংশ পর্যন্ত হ্রাস করার চিন্তাভাবনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।

Advertisement

বর্তমানে ‘হলুদ ধাতু’তে তিন শতাংশ কর নিয়ে থাকে সরকার। উৎসবের মধ্যে সেটা কমে ২.৫ বা দু’শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কর হ্রাসের নিয়ম রত্ন ও অলঙ্কার, সোনার বার, স্বর্ণমুদ্রায় প্রযোজ্য হবে বলে সূত্র মারফত মিলেছে খবর। এতে অনেকটাই অর্থ সাশ্রয় করতে পারবেন ক্রেতারা।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। আজকের দিনে কোনও ব্যক্তি যদি লাখ টাকার সোনা কেনেন, তা হলে জিএসটি বাবদ তাঁকে দিতে হয় তিন হাজার টাকা। এই হার কমে দু’শতাংশে নেমে এলে করবাবদ দু’হাজার টাকা দেবেন তিনি। উল্লেখ্য, স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে নির্মাণের খরচের উপরে পাঁচ শতাংশ জিএসটি নিয়ে থাকে সরকার। সেখানে অবশ্য বদল হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই সোনায় কর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন এর সদস্যেরা। চলতি বছরের অগস্টে দু’শতাংশ বৃদ্ধি পায় ‘হলুদ ধাতু’র দাম। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে সোনার দর আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।

শহরভেদে ‘হলুদ ধাতু’র দরে রকমফের রয়েছে। সোমবার, ২৫ অগস্ট কলকাতায় হলমার্ক যুক্ত (পড়ুন ২২ ক্যারেট) ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৯৬ হাজার টাকায়। আর খুচরো পাকা সোনার (পড়ুন ২৪ ক্যারেট) দর রয়েছে এক লাখ এক হাজার। দু’টি শ্রেণিতেই দর ৯৫০ টাকা এবং হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement