Gold Prices

কিছুটা কমে আবার বৃদ্ধি, নজির থেকে নামলেও সোনার দরে দোলাচল অব্যাহত

স্বর্ণশিল্প মহলের মতে, গত এক বছরে যে দৌড় দেখেছে এই দুই ধাতু, তাতে সংশোধন হওয়ারই ছিল। বিশেষত, উৎসবের মরসুমের পরে এমনিতেও কিছুটা দাম কমার প্রবণতা দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০৬:৫০
Share:

—প্রতীকী চিত্র।

লাগামছাড়া দৌড়ে একের পর এক নজির গড়ার পরে এ সপ্তাহে কিছুটা হলেও হাঁফ ছেড়েছে সোনার দর। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর দাম সপ্তাহের শুরুতে আচমকাই অনেকটা কমে যাওয়ার পরে দেশেও যে সোনার দর মাথা নামাবে, তা কিছুটা প্রত্যাশিত ছিল বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। সেই অনুযায়ী শুক্রবার কলকাতার বাজারে খুচরো পাকা সোনার (১০ গ্রাম ২৪ ক্যারাট) দাম নেমেছিল ১,২২,৭৫০ টাকায়। সেখান থেকে শনিবার তার দাম কিছুটা বেড়ে কর বাদে ১,২৪,১৫০ টাকায় পৌঁছেছে ঠিকই। তবে এখনও তা ১৭ অক্টোবরের সর্বকালীন উচ্চতা (১,৩১,৬০০ টাকা) থেকে কম।

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, শনিবার কলকাতায় গয়নার সোনার দাম দাঁড়িয়েছে (১০ গ্রাম ২২ ক্যারাট) দাম ১,১৮,০০০ টাকায় (কর বাদে)। সেই দামও তার ১,২৫,১০০ টাকার রেকর্ড উচ্চতা থেকে বেশ কিছুটা কম। পাশাপাশি, রুপোর বাট নেমেছে কেজিতে ১,৫০,১৫০ টাকায়। যা ১৫ অক্টোবরের নজিরভাঙা ১,৮৩,৩৫০ টাকা (জিএসটি বাদে) থেকে ৩৩,০০০ টাকারও বেশি নীচে।

স্বর্ণশিল্প মহলের মতে, গত এক বছরে যে দৌড় দেখেছে এই দুই ধাতু, তাতে সংশোধন হওয়ারই ছিল। বিশেষত, উৎসবের মরসুমের পরে এমনিতেও কিছুটা দাম কমার প্রবণতা দেখা যায়। কিন্তু শনিবার ফের সোনার দাম হাজার দেড়েক টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আসন্ন বিয়ের মরসুমে যে ক্রেতারা দামে খুব বেশি সুরাহা পাবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানির বক্তব্য, আয়কর এবং জিএসটি কমানোর ফলে সাধারণ মানুষের হাতে যে অতিরিক্ত টাকা এসেছে, তার অধিকাংশটা সোনায় লগ্নি হওয়ায় তার দাম অনেকটাই বেড়েছিল। আবার ধনতেরসের পরে লাভের টাকা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেওয়ায় দাম কমেছে। কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তির সম্ভাবনা, ভারতে ইউরোপীয় লগ্নির আশা ফের সোনার দরকে টেনে তুলতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন