সপ্তাহখানেক পর বাড়ল সোনার দাম

ঘুরে দাঁড়াল সোনার বাজার। প্রায় এক সপ্তাহ টানা পড়ার পর সোমবার বাড়ল সোনার দাম। বৌবাজারের গয়না ব্যবসায়ীদের ধারণা, এ বার সোনার দামে মন্দা কাটতে শুরু করবে। আশা, এখন থেকেই বাড়বে সোনার দাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ১৬:০৪
Share:

ঘুরে দাঁড়াল সোনার বাজার। প্রায় এক সপ্তাহ টানা পড়ার পর সোমবার বাড়ল সোনার দাম। বৌবাজারের গয়না ব্যবসায়ীদের ধারণা, এ বার সোনার দামে মন্দা কাটতে শুরু করবে। আশা, এখন থেকেই বাড়বে সোনার দাম।

Advertisement

এ দিন আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম বেড়ে এসে দাঁড়িয়েছে ১১০৪ ডলারে। কলকাতার বাজারেও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ দিন দুপুর পর্যন্ত যা কেনাবেচা হয়েছে তাতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ঘোরাফেরা করছে ২৫ হাজার ৪০০ থেকে ২৫ হাজার ৪৪০ টাকার মধ্যে। একই ভাবে প্রতি ১০ গ্রাম গয়নার বা ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ২৪ হাজার ৮০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে।

দিন দশেক আগে চিন তাদের আর্থিক সমস্যা মোকাবিলা করতে এক লপ্তে ৩৩ হাজার কিলোগ্রাম সোনা বিক্রি করে। তার পর গত ২০ জুলাই থেকেই দ্রুত পড়তে থাকে সোনার দাম। এক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোলার দাম ১০৮০ ডলারেরও নিজে নেমে গিয়েছিল।

Advertisement

সোনায় লগ্নি বা গয়না ব্যবহারের দিক থেকে ভারতে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে থাকলেও অন্য সমস্ত দেশের মতো এখানেও সোনার দাম নির্ধারিত হয় বিশ্ব বাজারের দামের উপর নির্ভর করে। ভারতে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতি দিনই সোনার দাম ২৫০০ থেকে ৩০০ টাকা করে প্রতি ১০ গ্রামে কমেছে।

সোনার দামের পতন এবার রুখবে বলে মনে করছেন গয়না ব্যবসায়ীরা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, ‘‘এক কথায় বলতে পারি, সোনার দামের ঊর্ধগতি এ বার শুরু হল।’’

কেন দাম বাড়ছে সোনার?

বাবলুবাবুর কথায় ‘‘দাম অনেকটা কমে যাওয়ার ফলে সোনার চাহিদা বেড়ে গিয়েছে। চাহিদা এবং জোগানের সাধারণ নিয়মেই বাড়ছে সোনার দাম। হালে সোনার দাম কমে যাওয়ার ফলে বিক্রি দ্রুত বেড়েছিল। যার ফলে বাজারে সোনার জোগান কিছুটা কমেছে। কলকাতায় সম্প্রতি এক সপ্তাহ ধরে রথের উৎসব ছিল। গয়না বিক্রি বেড়েছিল। এ বার বিয়ের মরসুম শুরু হচ্ছে। তার পরেই আসবে দুর্গাপুজো-সহ উৎসবের মরসুম। তাই আমার ধারণা এ বার সোনার দাম বাড়তে থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement