লন্ডনের উৎসবে রাজ্যের হস্তশিল্প

আন্তর্জাতিক বাজারে নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরতে আগামী এপ্রিল পর্যন্ত লন্ডনের একগুচ্ছ উৎসবে অংশ নেবে পশ্চিমবঙ্গ। এ ব্যাপারে উদ্যোগী রাজ্যের ছোট ও মাঝারি শিল্প দফতর। পরিচিতি বাড়াতে ও ব্র্যান্ড গড়তে এই উদ্যোগ জরুরি বলে মনে করেন বেঙ্গল চেম্বারের অন্যতম কর্তা অম্বরীশ দাশগুপ্ত। তবে একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ধারাবাহিক উদ্যোগ না-থাকলে এ ধরনের অংশগ্রহণ অনেক সময়েই কাজে আসে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:১৯
Share:

আন্তর্জাতিক বাজারে নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরতে আগামী এপ্রিল পর্যন্ত লন্ডনের একগুচ্ছ উৎসবে অংশ নেবে পশ্চিমবঙ্গ। এ ব্যাপারে উদ্যোগী রাজ্যের ছোট ও মাঝারি শিল্প দফতর। পরিচিতি বাড়াতে ও ব্র্যান্ড গড়তে এই উদ্যোগ জরুরি বলে মনে করেন বেঙ্গল চেম্বারের অন্যতম কর্তা অম্বরীশ দাশগুপ্ত। তবে একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ধারাবাহিক উদ্যোগ না-থাকলে এ ধরনের অংশগ্রহণ অনেক সময়েই কাজে আসে না।

Advertisement

মসলিন, পটচিত্রের মতো হস্তশিল্পে বাংলার ঐতিহ্য থাকলেও এখনও সেগুলি বৃহত্তর বাজার ধরতে পারেনি। রফতানি ক্ষেত্রেও অবস্থা তথৈবচ। পরিচিতির অভাব তার অন্যতম কারণ বলে দাবি রাজ্যের।

আগামী মাসে লন্ডনের ‘ভি অ্যান্ড মিউজিয়াম’-এ ‘ডিজাইন ফেস্টিভাল’ দিয়েই পরিচিতি গড়ে তোলার সূচনা হবে। সেখানে মসলিন, মুখোশ, শাল, পটচিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি, ওই উৎসবের অন্যতম অঙ্গ ‘ডিজাইনজাংশান’-এ শোলা, কাঁথা সেলাই, পটচিত্র ও মসলিন তৈরির কাজ দেখাতে লন্ডনে যাচ্ছেন রাজ্যের চার হস্তশিল্পী। দফতরের সচিব রাজীব সিংহের বক্তব্য, এগুলির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতেই উৎসবে অংশ নেবে রাজ্য। পরিচিতি তৈরি হলে আগামী বছর লন্ডনে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের বিপণি খোলার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন