আয়কর আইন বদলাতে টাস্ক ফোর্স কেন্দ্রের

টাস্ক ফোর্সের আহ্বায়ক হবেন প্রত্যক্ষ কর পর্ষদের সদস্য (আইন সংক্রান্ত) অরবিন্দ মোদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০২:০৪
Share:

প্রতীকী ছবি।

পঞ্চাশ বছর পুরনো আয়কর আইন ঢেলে সাজতে কমিটি গড়ল কেন্দ্র। সরকারি বিবৃতিতে দাবি, এই সংক্রান্ত ছ’সদস্যের টাস্ক ফোর্সের কাজ হবে আর্থিক প্রয়োজন মেনে ওই আইনে রদবদল আনা। সংশ্লিষ্ট মহলে জল্পনা, ২০১৯-এর ভোটের আগে আয়করের বোঝা কমানোই এই কমিটি গড়ার লক্ষ্য।

Advertisement

টাস্ক ফোর্সের আহ্বায়ক হবেন প্রত্যক্ষ কর পর্ষদের সদস্য (আইন সংক্রান্ত) অরবিন্দ মোদী। বাকিরা গিরীশ আহুজা (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও স্টেট ব্যাঙ্কের নন অফিশিয়াল ডিরেক্টর), রাজীব মেমানি (আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর চেয়ারম্যান ও রিজিওনাল ম্যানেজিং পার্টনার), মুকেশ পটেল (কর সংক্রান্ত আইনজীবী), মানসী কেডিয়া (গবেষণা সংস্থা ইকরিয়ারের উপদেষ্টা) এবং জি সি শ্রীবাস্তব (অবসরপ্রাপ্ত আইআরএস ও আইনজীবী)। কেন্দ্রের প্রধান আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন থাকবেন বিশেষ আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে।

টাস্ক ফোর্সের নজরে থাকবে: বিভিন্ন দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থা, ভারতের নিজস্ব আর্থিক প্রয়োজন ইত্যাদি। ছ’মাসে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন