বেতন বাড়তেই উঠল ধর্মঘট

বেতন সংশোধনের দাবি নিয়ে গ্রামীণ ডাকঘরগুলিতে ২২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ ডাক সেবক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে টেলিকম মন্ত্রী মনোজ সিংহ জানান, বেতন সংশোধন কমিটির সুপারিশ মেনেই জিডিএস-দের মূল বেতন বাড়ানো হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৪:০৬
Share:

গ্রামীণ ডাক সেবকদের (জিডিএস) মূল বেতন (বেসিক-পে) তিন গুণ বাড়ানোয় সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে মাসে তা বেড়ে হল ১৪,৫০০ টাকা পর্যন্ত। আর এ দিন এই ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই উঠে গেল গ্রামাঞ্চলের ডাকঘরগুলিতে গত ১৬ দিন ধরে চলতে থাকা ধর্মঘট। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে বেতন বৃদ্ধি। আর এ জন্য জমা বকেয়া মেটানো হবে একটিমাত্র কিস্তিতেই।

Advertisement

বেতন সংশোধনের দাবি নিয়ে গ্রামীণ ডাকঘরগুলিতে ২২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ ডাক সেবক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে টেলিকম মন্ত্রী মনোজ সিংহ জানান, বেতন সংশোধন কমিটির সুপারিশ মেনেই জিডিএস-দের মূল বেতন বাড়ানো হচ্ছে। এ ছাড়া বছরে ৩% বেতন বৃদ্ধির জন্য তাঁদের আর্জিও মেনে নিয়েছে কেন্দ্র। এ সবের জন্য ২০১৮-১৯ সালে খরচ হবে ১,২৫৭.৭৫ কোটি টাকা।

উল্লেখ্য, মূল বেতন তিন গুণ বাড়লেও, গড়ে গ্রাম সেবকদের মোট বেতন ৫৬ শতাংশের মতো বাড়বে। বস্তুত, ধর্মঘটী ইউনিয়নগুলির পক্ষে পোস্টাল কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক জনার্দন মজুমদার জানান, এক জন জিডিএসের মোট বেতন গড়ে ২৫০০-৩০০০ টাকা বাড়বে। তাঁর দাবি, এটি আন্দোলনের জয়। সরকার দাবি মানার পরে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই
ঘটনা নজিরবিহীন।

Advertisement

বদল (বেতন মাসে টাকায়)

মূল বেতন ছিল কত হল

২,৭৪৫ ১২,০০০

সিপিএমজি (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ এ দিন বলেন, ‘‘গ্রাম সেবকরা ধর্মঘট প্রত্যাহার করায় আমরা খুশি। আশা করছি, দ্রুত বকেয়া কাজ শেষ করায় পরিস্থিতি স্বাভাবিক হবে।’’ ধর্মঘটে রাজ্যের গ্রামাঞ্চলে দুর্ভোগে পড়েছিলেন লক্ষ লক্ষ ডাকঘর গ্রাহক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন