রাজ্যে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে পারে আরও ভোটারের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় ৫৫ লক্ষ ভোটারের নাম। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। কমিশন বলছে, সেই এসআইআরে শুক্রবার পর্যন্ত ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলছে। তাঁদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯। বাকি কারও খোঁজ মেলেনি। কেউ স্থানান্তরিত হয়েছেন। কোনও ভোটার আবার ‘ভুয়ো’ বলে জেনেছে কমিশন।
অন্য দিকে, রাজ্যে দুই আধিকারিককে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। যুগ্ম সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) পদে নিয়োগ করা হয়েছে বন্দনা পোখরিয়াল এবং দিব্যা মুরুগেশনকে। বন্দনা হাওড়া পুরসভার কমিশনার পদে ছিলেন। দিব্যা হাওড়ার অতিরিক্ত জেলাশসক ছিলেন।
কমিশন সূত্রে খবর, প্রতি দিনই ভোটারদের বিষয়ে তথ্য আসছে। আপাতত বিএলও-দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সমস্ত এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে বেশি হতে পারে, তা এক প্রকার নিশ্চিত। আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম রয়েছে, স্থানান্তরিত হয়েছেন এমন ভোটার। বাদ পড়ার তালিকায় রয়েছেন নিরুদ্দেশ হওয়া ভোটারও।
গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ১১ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে।