SIR in West Bengal

রাজ্যে কোনও ভোটারের মৃত্যু হলে কী ভাবে যাচাই করতে হবে? এসআইআর নিয়ে নতুন নির্দেশ দিল কমিশন

কমিশন মৃত ভোটারের তথ্য যাচাই নিয়ে সক্রিয় হয়েছে। কী ভাবে সেই কাজ করতে হবে, তা জানিয়ে রাজ্যের ডিআরও, এসআইআর পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে তারা। কমিশনের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় মৃতের যে তথ্য নথিভুক্ত রয়েছে, তা যাচাই করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮
Share:

মৃত ভোটারদের তথ্য যাচাইয়ের উপরে জোর দিল কমিশন। ছবি: পিটিআই।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। মৃতদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে। পশ্চিমবঙ্গে প্রকৃত পক্ষে কত ভোটারের মৃত্যু হয়েছে, তা যাচাই করার জন্য রাজ্যের এসআইআর পর্যবেক্ষক এবং জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কী ভাবে মৃত ভোটারের সংখ্যা যাচাই করতে হবে, তা বিশদে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ডিইও দফতর থেকে মেলা তথ্যের ভিত্তিতে প্রথমে বলা হয়েছিল, রাজ্যের ২২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হননি। এর পরেই প্রশ্ন উঠেছিল, যে রাজ্যের এত সংখ্যক বুথে কি তবে গত এক বছরে কারও মৃত্যু হয়নি? নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করে। তার পরে সংখ্যাটি ক্রমশ কমে সাতে নেমে আসে।

এই আবহে কমিশন মৃত ভোটারের তথ্য যাচাই নিয়ে সক্রিয় হয়েছে। কী ভাবে সেই কাজ করতে হবে, তা জানিয়ে রাজ্যের ডিআরও, এসআইআর পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে তারা। কমিশনের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় মৃতের যে তথ্য নথিভুক্ত রয়েছে, তা যাচাই করতে হবে। এলআইসি, ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কে মৃতদের তথ্য নথিভুক্ত থাকে। সেই তথ্য যাচাই করতে হবে। সরকারি প্রকল্পের ডাটাবেস, যেমন সমব্যথী, বার্ধক্য ভাতা, কৃষকদের বিভিন্ন প্রকল্পেও রয়েছে মৃত্যুর তথ্য। সেগুলিও যাচাই করতে হবে। রেশন কার্ড জমা দেওয়ার সংক্রান্ত তথ্য (খাদ্য দফতরে জমা হওয়া রেশন কার্ড), শ্মশান, কবরস্থান, দাহস্থলের রেকর্ড তথ্য, পারিবারিক পেনশনের তথ্য খতিয়ে দেখতে বলেছে কমিশন। এর বাইরে অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যও খতিয়ে দেখতে হবে। ইআরও–দের এই সব সূত্র থেকে মৃতদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করতে হবে। ডেটাবেসে ‘মৃত’ চিহ্নিত হওয়া নামগুলির সঙ্গে সেই সূত্র থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে খতিয়ে দেখতে হবে।

Advertisement

এসআইআরের কারণে বাদ পড়তে চলেছে ৫০ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত যা হিসাব মিলেছে, তাতে মোট ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন ভোটারকে। তাঁদের নাম বাদ চলে গিয়েছে। এই মৃতদের তথ্যই আরও ভাল ভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement