ঋণ পেতে অবশেষে গ্রিস রফার পথেই

অবশেষে রফার দিকেই এগোল গ্রিস। ঋণদাতাদের শর্ত মেনে আর্থিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ত্রাণের টাকা হাতে পাওয়ার পথে বাধা কার্যত কাটল। দীর্ঘ ২৩ ঘণ্টার বৈঠক শেষে মঙ্গলবার তারা সমঝোতায় পৌঁছল ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক (ইসিবি) এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

আথেন্স শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০২:০৩
Share:

অবশেষে রফার দিকেই এগোল গ্রিস। ঋণদাতাদের শর্ত মেনে আর্থিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ত্রাণের টাকা হাতে পাওয়ার পথে বাধা কার্যত কাটল।

Advertisement

দীর্ঘ ২৩ ঘণ্টার বৈঠক শেষে মঙ্গলবার তারা সমঝোতায় পৌঁছল ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক (ইসিবি) এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে। ফলে তৃতীয় দফার ত্রাণ খাতে ৮৬০০ কোটি ইউরো দিতে ‘নীতিগত ভাবে’ রাজি হল ইউরোপীয় কমিশন। গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটস জানান, এ বার এই রফা প্রস্তাব পার্লামেন্টে পাশ করাতে হবে। অনুমোদন নিতে হবে ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের, যাঁদের বৈঠকে বসার কথা শুক্রবার। ঋণদাতাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে হবে ২০ অগস্টের মধ্যে, যে-দিন ইসিবি-কে ৩৪০ কোটি ইউরো শোধ দেওয়ার কথা গ্রিসের।

এ দিন শেয়ার বাজার খোলার পরেই সূচক বাড়ে ১.৬৪%, ব্যাঙ্ক শেয়ারই বেড়েছে ৬%। সংস্কারের ব্যাপারে গ্রিস যে ৩৫টি প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে আছে: বিদ্যুৎ ক্ষেত্রে নিয়ন্ত্রণ তোলা, জেনেরিক ওষুধে কর কমানো, পেনশন ছাঁটাই, আগাম অবসর পিছিয়ে দেওয়া, ২০১৫-র মধ্যে রাজকোষ ঘাটতি ০.২৫ শতাংশে নামিয়ে আনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন