GST

জিএসটির ফলে দাম কমতে চলেছে বেশ কিছু গাড়ি, বাইকের

এতদিন আশঙ্কা ছিল জিএসটির ফলে দাম বাড়বে গাড়ির। কিন্তু, বাস্তব ক্ষেত্রে হল তার উল্টোটাই। এ দিন মারুতির তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মডেলের গাড়ির ক্ষেত্রে তিন শতাংশ পর্যন্ত দাম কমানো হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৫:১১
Share:

জিএসটি চালু হওয়ার ফলে জিনিসের দাম কমবে না বাড়বে তা নিয়ে আলোচনার শেষ নেই আমজনতার। জল্পনার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। মারুতি সুজুকি, হুন্ডাই-এর মতো বেশ কয়েকটি সংস্থা শনিবারই তাদের কয়েকটি মডেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে। একই পথে হাটতে চলেছে মার্সিডিজও। পাশাপাশি দাম কমছে বাইক, স্কুটারেরও।

Advertisement

শুক্রবার মধ্যরাত থেকে দেশজুড়ে চালু হয়েছে ‘গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ (জিএসটি)। এতদিন আশঙ্কা ছিল জিএসটির ফলে দাম বাড়বে গাড়ির। কিন্তু, বাস্তব ক্ষেত্রে হল তার উল্টোটাই। এ দিন মারুতির তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মডেলের গাড়ির ক্ষেত্রে তিন শতাংশ পর্যন্ত দাম কমানো হবে। এত দিন গাড়ি বিক্রির সময় যুক্ত হত ভ্যাট। এ বার ভ্যাটের বদলে যোগ হবে জিএসটি। রাজ্য ভেদে ভ্যাটের থেকে জিএসটির পরিমাণ কম হলে সেক্ষেত্রে দাম কমবে গাড়ির।

আরও পড়ুন: কটাক্ষ সঙ্গী করেই নয়া কর জমানা চালু দেশে

Advertisement

মারুতির পাশাপাশি মার্সিডিজ বা হুন্ডাইয়ের বেশ কিছু মডেলের দামও কমতে চলেছ। যেমন— মার্সিডিজ জিএলএস৩৫০-এর দাম এতদিন পড়ত মোটামুটি ৮৩ লাখ। জিএসটি চালুর ফলে প্রায় তিন লাখ পর্যন্ত দাম কমছে এই মডেলের। একই রকম ভাবে হুন্ডাই সিয়েটার দামও ৪০ থেকে ৬০ হাজার টাকা কমতে পারে। আবার টয়োটা ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাদের ফরচুন এসইউভি-র দাম কমতে চলছে প্রায় দু’লাখের মতো। পাশাপাশি, অনেক ছোট গাড়ির দাম তিন হাজার থেকে ১৪ হাজার টাকা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

জিএসটি কিছুটা হাসি ফোটাতে চলেছে বাইক ভক্তদের মুখেও। কারণ, জিএসটির ফলে দাম কমতে চলেছে হিরো সুপার স্প্লেন্ডারের মতো কিছু বাইকের। প্রায় পাঁচ শতাংশ দাম কমাচ্ছে হন্ডা-ও। তবে রয়্যাল এনফিল্ডের মতো দামি বাইকের দাম কিন্তু কিছুটা বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন