Sugar Daddy

‘সুগার ড্যাডি’ সেজে যৌন সংসর্গ! টাকা না মেটানোয় ভারতীয় বংশোদ্ভূতের ১২ বছরের জেল, সঙ্গে ১৫ বার বেত্রাঘাত

আদালত সূত্রে জানা গিয়েছে, গিলের স্ত্রী এবং সন্তান রয়েছেন। অনলাইন মাধ্যমে ধনী ব্যবসায়ী সেজে মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:১৯
Share:

— প্রতীকী চিত্র।

নিজেকে আমেরিকার ধনী ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌন সংসর্গ করেছিলেন তিন মহিলার সঙ্গে। তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা পূরণ করেননি। উল্টে ব্ল্যাকমেল করে তাঁদের থেকেই টাকা হাতানোর চেষ্টা করেন। ভারতীয় বংশোদ্ভূত সেই যুবককে ১২ বছরের সাজা দিল সিঙ্গাপুরের আদালত। তাঁকে ১৫টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সাজাপ্রাপ্তের নাম রাজওয়ান্ত সিংহ গিল নরাজন সিংহ। তাঁর বয়স ৩৮ বছর। তিনি মালয়েশিয়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে, যা এখনও বিচারাধীন। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে চার্জ গঠিত হয়। মঙ্গলবার সিঙ্গাপুরের আদালত সাজা ঘোষণা করেছে। ২০২৫ সালে ৫২ বছরের এক মহিলাকে প্রতারণার দায়ে তাঁকে চার বছরের জেল এবং জরিমানা করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, গিলের স্ত্রী এবং সন্তান রয়েছেন। অনলাইন মাধ্যমে ধনী ব্যবসায়ী সেজে মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন তিনি। ২০১৯ সালে এক তরুণীকে গিল জানান, তিনি আমেরিকার ধনী ব্যবসায়ী। মালয়েশিয়ায় একটি প্রমোদতরীতে থাকেন। ওই তরুণী তাঁর ‘বান্ধবী’ হলে প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার দেবেন। ভারতীয় মূল্যে প্রায় ১৮ লক্ষ টাকা। যদিও সেই টাকা তিনি দেননি। এর পরে ৩১ এবং ৩২ বছরের দুই মহিলাকে একই প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সঙ্গে সহবাস করেন। যদিও তিনি কোনও টাকা দেননি। উল্টে গোপন মুহূর্তের ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের থেকে টাকা আদায় করেন। এ বার তাঁকে সাজা দিল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement