প্রথম দু’মাস স্বস্তি ব্যবসায়ী, শিল্পপতিদের

জিএসটি-র রিটার্ন জমার নিয়ম শিথিল

অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার পরিষদের বৈঠকের পরে বলেন, ‘‘প্রস্তুতির খামতির ফলে যাতে কারও সমস্যা না-হয়, তার জন্য জুলাই-অগস্ট মাসের নিয়ম শিথিল করা হল। সেপ্টেম্বর থেকে নিয়ম মেনেই রিটার্ন দিতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০৪:৩৭
Share:

আলোচনা: বৈঠকে রবিবার জেটলি ও (বাঁ দিকে) আঢিয়া। ছবি: পিটিআই।

এখনও শিল্পমহলের একাংশ জিএসটি-র জন্য প্রস্তুত নন। বিশেষ করে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পপতিরা। তাঁদের কথা ভেবে জিএসটি চালুর পরে প্রথম দু’মাস রিটার্ন দাখিলের নিয়ম শিথিল করল জিএসটি পরিষদ। ১ জুলাই থেকে জিএসটি চালুর পরে জুলাই ও অগস্ট মাসের জন্য একটি অপেক্ষাকৃত সরল ফর্ম পূরণ করলেই হবে। সেখানে মোট কেনা-বেচার হিসেব দিলেই চলবে। বিশদে হিসেব দেওয়ার জন্য এক মাসেরও বেশি বাড়তি সময় পাওয়া যাবে।

Advertisement

অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার পরিষদের বৈঠকের পরে বলেন, ‘‘প্রস্তুতির খামতির ফলে যাতে কারও সমস্যা না-হয়, তার জন্য জুলাই-অগস্ট মাসের নিয়ম শিথিল করা হল। সেপ্টেম্বর থেকে নিয়ম মেনেই রিটার্ন দিতে হবে।’’ তিনি জানান, জুলাই মাসের বিক্রির বিশদ তথ্য দিয়ে ১০ অগস্টের মধ্যে রিটার্ন দিতে হত। এখন ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় মিলবে। অগস্টের জন্য ১০ সেপ্টেম্বরের বদলে সময় মিলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে মোট বিক্রি ও কাঁচামাল কেনার হিসেব দিলেই চলবে। রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া বলেন, ‘‘পরে সব তথ্য মিললে বাড়তি কর প্রাপ্য হলে তা আদায় করা হবে। এ জন্য জরিমানা দিতে হবে না।’’ পরিষদের এই সিদ্ধান্তকে সর্বভারতীয় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি স্বাগত জানিয়েছে।

আজ জেটলি ফের স্পষ্ট ভাষায় দাবি করেছেন, ১ জুলাই থেকেই জিএসটি চালু হবে। বস্তুত ৩০ জুন মধ্যরাতে ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিক ভাবে জিএসটি চালু করার জন্য বড় মাপের অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে দিল্লিতে, যেখানে হাজির, থাকার কথা নরেন্দ্র মোদীর। এমনিতেই জিএসটি চালুর ঠিক আগে, ৩০ জুন দিল্লিতে ফের জিএসটি পরিষদের বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

আজ গোয়া-রাজস্থানের দাবি মেনে হোটেলের ক্ষেত্রে জিএসটি-র বোঝা কমানোরও সিদ্ধান্ত হয়েছে। হার ঠিক হয়েছে লটারিতেও।

অন্য দিকে, গত ১১ জুন জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, বছরে ব্যবসা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হলে, ব্যবসায়ী, কারখানা বা রেস্তোরাঁর মালিকদের নির্দিষ্ট হারে কর মেটালেই হবে। প্রতিটি বেচাকেনার হিসেব পেশ না-করলেও চলবে। আজ উত্তর-পূর্বের রাজ্যগুলির দাবি মেনে ঠিক হয়েছে, ওই সব রাজ্যের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসাতেও এই সুবিধা মিলবে। হিমাচলও এই সুবিধা পাবে। কোনও রাজ্যেই আইসক্রিম, পান মশলা ও তামাক শিল্পে এই সুবিধা মিলবে না। কারণ তামাক ও পানমশলা শরীরের পক্ষে ক্ষতিকারক। আইসক্রিমের প্রধান কাঁচামাল দুধের উপর অবশ্য জিএসটি নেই।

১ জুলাই থেকে জিএসটি চালু নিয়ে এত দিন পশ্চিমবঙ্গ আপত্তি তুলছিল। আজ অমিত মিত্র বৈঠকে হাজির না থাকলেও রাজ্য যে অর্ডিন্যান্স এনেছে, তা জেটলিকে জানানো হয়েছে। তামিলনাড়ু সোমবার বৈঠকে বসছে। কেরলও নিজস্ব জিএসটি বিল পাশ করে ফেলবে। তবে জম্মু-কাশ্মীরে এখনও ঐকমত্য হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন