জিএসটি জটে যাত্রী গাড়ি বিক্রি কমলো

সংগঠনের ডেপুটি ডিজি সুগত সেনও বলেন, ‘‘নোট বাতিলের মতো জিএসটির প্রভাবও এককালীন। এখন সকলেই করের হার জানায় আশা করছি সমস্যা কাটবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৩:২০
Share:

জিএসটি চালুর আগে বাজারে নতুন কর নিয়ে ছিল অনিশ্চয়তা। এর জেরেই ছ’মাসে প্রথম বার যাত্রী গাড়ির বিক্রি কমলো জুনে। এবং সেই বিক্রি হ্রাসের হার ৫১ মাসে সর্বাধিক। তবুও এটিকে সাময়িক তকমাই দিচ্ছে গাড়ি শিল্পের সংগঠন সিয়াম। তাদের দাবি, জিএসটি-র জেরে গাড়ির দাম যেমন কমবে, তেমনই ভাল বর্ষা, কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি-সহ নানা কারণে অচিরেই বাড়বে বিক্রি।

Advertisement

সিয়ামের দাবি, গত বছরের জুনের চেয়ে এ বার সার্বিক ভাবে যাত্রী যানের (প্যাসেঞ্জার ভেহিক্‌ল) বিক্রি কমেছে ১১.২১%। এর মধ্যে থাকা যাত্রী গাড়ি (প্যাসেঞ্জার কার), কেজো গাড়ি (ইউভি) ও ভ্যান, কমেছে তিনটির বিক্রিই। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর জানান, জিএসটি চালুর আগে এ নিয়ে ধোঁয়াশা থাকায় গত মাসে মজুত বাড়াতে চায়নি সংস্থা, ডিলার, কোনও পক্ষই। তবে তা সাময়িক। সংগঠনের ডেপুটি ডিজি সুগত সেনও বলেন, ‘‘নোট বাতিলের মতো জিএসটির প্রভাবও এককালীন। এখন সকলেই করের হার জানায় আশা করছি সমস্যা কাটবে।’’ ফলে এই অর্থবর্ষে গাড়ি শিল্পের বৃদ্ধি ৭-৯% ছোঁয়ার যে-পূর্বাভাস সিয়াম দিয়েছিল, তা হেরফের হওয়ার কোনও আশঙ্কা এখনই দেখছেন না তাঁরা।

দোলাচল

Advertisement

আশা

• জিএসটির জন্য ব্যবসা সহজ হবে। কমছে গাড়ির দামও

• নোট বাতিলে স্থগিত ছিল গাড়ি কেনা। সেই চিন্তা বদলাচ্ছে এখন

• গাড়ির যন্ত্রাংশের দাম কমা

• ঋণের সুদ না-বাড়া

আশঙ্কা

• জিএসটি-র নানা ক্ষেত্রে এখনও ধোঁয়াশা

• হাইব্রিড গাড়িতে চড়া সেস

• জিএসটি-তে রোড-ট্যাক্স মিশে না-যাওয়া। ফলে তা গুনতে হবে আলাদা করে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন