Sunny Deol

হনুমানকে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ছবি! ‘হাল্ক’-এর কায়দায় তুলে ধরা হবে চরিত্র, দেখা যাবে সানিকে?

হনুমানের চরিত্রকে কেন্দ্র করে সঙ্গীতনির্ভর এই ছবিতে নাকি থাকছেন সানি দেওল। খোদ হনুমানের ভূমিকাতেই নাকি তাঁকে দেখা যাবে, এমন খবর ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪
Share:

হনুমানের চরিত্রে ফের সানি দেওল। ছবি: সংগৃহীত।

এ বার হনুমান রূপে সানি দেওল। অভিনেতার ‘গদর ২’ বক্স অফিসে ঝড় তুলেছিল। তার পর থেকে তাঁর হাতে পর পর কাজ। তার মধ্যে রয়েছে নিতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় ভাগ। এই ছবিতে সানি হনুমানের চরিত্রে অভিনয় করছেন। তবে এখানেই শেষ নয়। ছবির প্রযোজক এ বার শুধু হনুমানকে কেন্দ্র করেই ছবি তৈরি করছেন।

Advertisement

হনুমানের চরিত্রকে কেন্দ্র করে সঙ্গীতনির্ভর এই ছবিতেও নাকি থাকছেন সানি। খোদ হনুমানের ভূমিকাতেই নাকি তাঁকে দেখা যাবে, এমন খবর ছড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রযোজকের পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সানি দেওলই। প্রযোজক ‘রামায়ণ ইউনিভার্স’ তৈরি করার কথা ভেবেছেন। তার অংশ হিসেবেই হনুমানকে নিয়ে আলাদা ছবি করার ভাবনা।

নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “‘রামায়ণ’ ছবিতে হনুমান চরিত্রটি যে ভাবে লেখা হয়েছে, তা দেখেই স্পষ্ট হয়ে যায়, হনুমানকে নিয়ে আলাদা করে ছবি তৈরি হবে। আর তার পর থেকে সানি পাজির (ভাই) নামই উঠে আসছিল বার বার। কারণ ওঁর চেয়ে এই চরিত্রে আর কাকেই বা মানাতে পারে!” হনুমানকে নিয়ে যে ছবি তৈরি হবে, সেখানে সঙ্গীতের বিশেষ ভূমিকা থাকবে বলেও জানা গিয়েছে। ১২ মিনিটের একটি গান থাকবে। সূত্র জানান, ‘অ্যাভেঞ্জার্স’-এ যেমন প্রতিটি গল্পের মধ্যে সূত্র থাকে, এই ছবিগুলিও তেমন ভাবেই এক সুতোয় গাঁথা হবে। সূত্রের কথায়, “হনুমান হলেন আমাদের হাল্ক। তাঁকে থামানো যায় না, আবার তিনি খুব স্নেহশীলও বটে।”

Advertisement

উল্লেখ্য, সানির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাট’। ‘বর্ডার ২’-তেও তাঁকে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement