OTT releases in December

শীতের শহরে ফিরছে ফেলুদা, নতুন রহস্য সমাধানে নওয়াজ়! ওটিটি-তে চমক দেবে কোন কোন সিরিজ় ও ছবি?

২০২৫-এর ডিসেম্বরের শেষ বেলায় কী কী ছবি ও সিরিজ় মুক্তি পাচ্ছে ওটিটি মঞ্চে? বর্ষবরণের আগে ওটিটিপ্রেমীরা কোন সিরিজ় ও ছবিতে মন দিতে পারেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৫৬
Share:

ওটিটি-তে কী কী মুক্তি পাচ্ছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বছর প্রায় শেষের পথে। চলতি বছরে ওটিটি মঞ্চ জুড়ে ছিল নানা আকর্ষণীয় ‘কনটেন্ট’। ‘পাতাল লোক ২’, ‘স্কুইড গেম ৩’, ‘স্ট্রেঞ্জার থিংস ৫’, ‘ইউ ৫’, ‘দিল্লি ক্রাইম ৩’, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিজ়ে মেতে ছিল ওটিটিপ্রেমী। বেশ কিছু ছবিও মুক্তি পেয়েছে। ২০২৫-এর ডিসেম্বরের শেষ বেলায় কী কী ছবি ও মুক্তি পাচ্ছে ওটিটি-র মঞ্চে? বর্ষবরণের আগে কোন সিরিজ় বা ছবিতে মন দিতে পারেন?

Advertisement

১) স্ট্রেঞ্জার থিংস (সিজ়ন ৫, ভলিউম ২): ২০২২ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজ়ের চতুর্থ সিজ়ন। তার পর থেকে দিন গুনছিলেন দর্শক। অবশেষে মুক্তি পেয়েছে পঞ্চম সিজ়নের প্রথম অংশ। শেষ পর্বে বিশেষ চমক দর্শকের আগ্রহ দ্বিগুণ করেছে। সিজ়নের দ্বিতীয় অংশ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। তবে রয়েছে একটি অন্তিম পর্ব, সেটি মুক্তি পাবে ৩১ ডিসেম্বর। এখানেই গোটা সিরিজ়ের সমাপ্তি হবে বলে জানা যাচ্ছে।

২) এমিলি ইন প্যারিস (সিজ়ন ৫): করোনাকালে মুক্তি পেয়েছিল প্রথম সিজ়ন। আমেরিকার তরুণীর প্যারিসে গিয়ে নতুন জীবনের গল্প টেনেছিল দর্শককে। চতুর্থ সিজ়ন থেকে সিরিজ়ের জনপ্রিয়তা কিছুটা কমলেও পঞ্চম সিজ়নের অপেক্ষায় এই সিরিজ়ের দর্শক। নেটফ্লিক্সে ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজ়ন।

Advertisement

৩) রাত অকেলি হ্যায়-দ্য বংশল মার্ডার: ২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘রাত অকেলি হ্যায়’। খুনের রহস্যের সমাধান করেছিলেন ইন্সপেক্টর জটিল যাদব। এ বার সেই জটিল যাদব অন্য একটি খুনের রহস্যের সমাধান করবেন। ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দীকী। এ ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপটে, চিত্রাঙ্গদা সিংহ, দীপ্তি নাভাল ও রজত কপূর। নেটফ্লিক্সে ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

৪) ফেলুদার গোয়েন্দাগিরি-রয়্যাল বেঙ্গল রহস্য: বড়দিনের মরসুমে বাঙালির বরাবরের পছন্দ ফেলুদা। এ বারও ডিসেম্বরের শহরে মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ়। ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরীকে দেখা যাবে। জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। ২৪ ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে এই সিরিজ়।

৫) ফোর মোর শট্‌স প্লিজ় (সিজ়ন ৪): বলিউডে এই সিরিজ় সাড়া ফেলেছিল। চার মহিলার জীবনযাপনের কথা উঠে এসেছে সিরিজ়ে। কীর্তি কুলহারী, সায়নী গুপ্ত, বানী জে ও মানবী গগরূ অভিনীত এই সিরিজ়ের চতুর্থ সিজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর।

৬) ফলআউট (সিজ়ন ২): ২০২৪–এর এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ‘ফলআউট’। দর্শকের মাঝে প্রশংসা পেয়েছিল এই সিরিজ়। প্রাইম ভিডিয়োয় ১৭ ডিসেম্বর সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন মুক্তি পাচ্ছে।

৭) মিসেস দেশপাণ্ডে: এই ছবিতে মাধুরী দীক্ষিত ‘সিরিয়াল কিলার’-এর চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। জিয়ো হটস্টারে ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মিসেস দেশপাণ্ডে’।

উপরে উল্লিখিত নতুন সিজ়ন ও ছবিগুলি মুক্তি পাচ্ছে শুধুই ওটিটি-তে। তবে এ ছাড়াও এমন কিছু ছবি মুক্তি পাচ্ছে ওটিটি মঞ্চে, যেগুলি বড়পর্দায় আগেই মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘থামা’ ও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement