রাজ্যের বাইরে পা এইচপিএলের

ওড়িশা সরকার এ দিন মোট ৩৪,১৯৭ কোটি টাকার শিল্প বিনিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যার মধ্যে এইচপিএলের লগ্নি ছাড়াও ইন্ডিয়ান অয়েল ও রুংতা মাইনসের দু’টি প্রকল্পও রয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:১০
Share:

রাজ্যের বাইরে প্রথম পা রাখবে হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)। —ফাইল চিত্র।

রাজ্যের বাইরে প্রথম বার পা রাখতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)। ওড়িশায় একটি বড় পেট্রো-রসায়ন প্রকল্প গড়তে এইচপিএল ২৮,৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার প্রকল্পটির ছাড়পত্র দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বালেশ্বর জেলার সুবর্ণরেখা বন্দরের কাছেই প্রস্তাবিত প্রকল্পটি গড়ে উঠবে।

Advertisement

ওড়িশা সরকার এ দিন মোট ৩৪,১৯৭ কোটি টাকার শিল্প বিনিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যার মধ্যে এইচপিএলের লগ্নি ছাড়াও ইন্ডিয়ান অয়েল ও রুংতা মাইনসের দু’টি প্রকল্পও রয়েছে।

গত বছরই ‘মেক ইন ওড়িশা’ শিল্প সম্মেলনে এইচপিএল ওড়িশাতে প্যারাক্সিলিন ও পরিশোধিত টেরিপথ্যালিক অ্যাসিড উৎপাদন-সহ একটি স্বয়ংসম্পূর্ণ শোধনাগার গড়ার প্রস্তাব দিয়েছিল। গত ১ মার্চ এইচপিএলের পক্ষ থেকে ওড়িশা সরকারের কাছে প্রকল্পের প্রস্তাবটি জমা পড়ে। আর তার দিন কয়েকের মাথাতেই সরকারের অনুমোদন পেয়ে গেলেন সংস্থা কর্তৃপক্ষ। সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের জন্য ২,০০০ একর জমি লাগবে। জমি পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রকল্পটিতে উৎপাদনও শুরু হবে বলে ওড়িশার দাবি। শোধনাগারটিতে বছরে ১৬ লক্ষ টনের বেশি প্যারাক্সিলিন এবং ২৫ লক্ষ টন টেরিপথ্যালিক অ্যাসিড উৎপাদন হওয়ার কথা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement