Hardeep Singh Puri

গৃহঋণে কেন্দ্রের সুবিধা ঘোষণা এই মাসেই

বিরোধী মহলের দাবি, সামনেই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। বছর গড়ালে হবে লোকসভা নির্বাচন। তাই তড়িঘড়ি খয়রাতির রাজনীতিতে নেমে ভোটব্যাঙ্কের মন জিততে মরিয়া মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১২
Share:

কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিংহ পুরী। ছবি: পিটিআই।

শহরে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের মাথার উপরে নিজস্ব ছাদ তৈরির স্বপ্ন পূরণের পথে বড় বাধা হতে পারে গৃহঋণে চড়া সুদের হার। আগামী দিনে সেই বোঝার আরও ভারী হওয়া আটকাতে সম্প্রতি ঋণের পরিবর্তনশীল সুদকে স্থির সুদে বদলে নেওয়ার মতো কিছু সুবিধা এনেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাড়া বাড়ি, বেআইনি কলোনি কিংবা ঝুপড়ির বাসিন্দাদের নিজস্ব আস্তানার সুযোগ দিতে ব্যাঙ্কের ঋণের ক্ষেত্রে কিছু আর্থিক সাহায্যের ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় আবাসন মন্ত্রীর দাবি, গৃহঋণে সুদের ধাক্কা থেকে সাধারণ রোজগেরে মানুষকে দ্রুত কিছুটা স্বস্তি দিতে সেই বিশেষ প্রকল্প সেপ্টেম্বরেই ঘোষণা করবে আবাসন মন্ত্রক।

Advertisement

এ দিন আবাসন মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, প্রকল্পটির খুঁটিনাটি চূড়ান্ত করার কাজ চলছে। তাঁর কথায়, ‘‘শহরে যাঁদের নিজস্ব থাকার জায়গা নেই, তাঁরা বাড়ি তৈরির পরিকল্পনা করলে ঋণের ক্ষেত্রে কিছুটা সুবিধা মিলবে। সেপ্টেম্বরেই সেই প্রকল্প চালু হবে।’’ তবে কী ধরনের সুবিধা তা খোলসা করেননি তিনি।

বিরোধী মহলের অবশ্য দাবি, সামনেই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। বছর গড়ালে হবে লোকসভা নির্বাচন। তাই তড়িঘড়ি খয়রাতির রাজনীতিতে নেমে ভোটব্যাঙ্কের মন জিততে মরিয়া মোদী সরকার। সম্প্রতি গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দামও সারা দেশে ২০০ টাকা কমিয়েছে তারা। যদিও এত দিন বিশ্ব বাজারে রান্নার গ্য়াস বা তার উপাদানের দাম কখনও কমলেও দেশের গৃহস্থ গ্রাহক তার কোনও সুবিধা পাননি। উল্টে চড়া মূল্যবৃদ্ধির হারে রাশ টানতে সুদের হার বৃদ্ধিতে মহার্ঘ হয়েছে গৃহঋণও।

Advertisement

আরবিআই এ দিনই জানিয়েছে, গত বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের চেয়ে এ বারে সেই সময়ে দেশে বাড়ির দামের সুচক গড়ে ৫.১% বেড়েছে। আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, কানপুর, কোচি, কলকাতা, লখনউ ও মূম্বই—এই শহরগুলিতে লেনদেনের প্রশাসনিক তথ্যের ভিত্তিতে ওই ছবি উঠে এসেছেে। তবে দিল্লিতে যেমন দাম বেড়েছে ১৪.৯%। আবার কলকাতায় কমেছে ৬.৬%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন