ত্রৈমাসিক আর্থিক ফলাফল

৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৮.৫৩ কোটি টাকায়। আগের বছর একই সময়ে তাদের নিট মুনাফা হয়েছিল ৫ লক্ষ টাকা। অন্যান্য খাতে আয় বাড়ার কারণেই মুনাফা এতটা বেড়েছে বলে জানিয়েছে পুঞ্জ লয়েড। মোট আয় অবশ্য অনেকটাই কমে হয়েছে প্রায় ১,২৯০ কোটি টাকা।

Advertisement
শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০০:১৭
Share:

পুঞ্জ লয়েড

Advertisement

৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৮.৫৩ কোটি টাকায়। আগের বছর একই সময়ে তাদের নিট মুনাফা হয়েছিল ৫ লক্ষ টাকা। অন্যান্য খাতে আয় বাড়ার কারণেই মুনাফা এতটা বেড়েছে বলে জানিয়েছে পুঞ্জ লয়েড। মোট আয় অবশ্য অনেকটাই কমে হয়েছে প্রায় ১,২৯০ কোটি টাকা। তার আগের বছর সেই অঙ্ক ছিল ২,০৩৭.২১ কোটি। সামগ্রিক ভাবে গত ২০১৪-’১৫ অর্থবর্ষে ইঞ্জিনিয়ারিং সংস্থাটির নিট লোকসান হয়েছে ১,১৪১.১১ কোটি টাকা। মোট আয়ও প্রায় ৪ হাজার কোটি টাকায় কমে দাঁড়িয়েছে ৭,২৫২.৩৫ কোটিতে। পরিকাঠামো শিল্পের সঙ্গে যুক্ত প্রায় সব সংস্থাই গত অর্থবর্ষে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। যার প্রভাব পড়েছে পুঞ্জ লয়েডের আর্থিক ফলেও। তবে আগামী দিনে ব্যবসা ঘুরে দাঁড়ানো নিয়ে আশা প্রকাশ করেছে তারা।

Advertisement

এমএমটিসি

জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ১৬% বেড়ে হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। মোট আয়ও ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৩০.৮৬ কোটিতে। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ২.৫ গুণ বেড়ে ৪৭.৯১ কোটিতে দাঁড়ালেও, মোট আয় কমেছে ২৭.৬৪%। গত অর্থবর্ষে সামগ্রিক ভাবে তাদের নিট লোকসান হয়েছে ৪২.৪৮ কোটি। সামগ্রিক মোট আয়ও কমেছে ১৫%।

ন্যাটকো ফার্মা

চতুর্থ ত্রৈমাসিকে ওষুধ নির্মাতা সংস্থার সামগ্রিক নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। দাঁড়িয়েছে ৫৪.৪৪ কোটি টাকায়। মোট আয়ও ১৭ কোটি বেড়ে হয়েছে ২০০.৮০ কোটি। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা বেড়ে হয়েছে ১৩৪.৬১ কোটি। মোট আয়ও বেড়ে দাঁড়িয়েছে ৮২৫.২৭ কোটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement