প্রতীকী চিত্র।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজ়িং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিএইচআইডিসিএল)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। তাঁদের সংস্থার সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে কাজের দায়িত্ব সামলাতে হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।
উভয় পদেই আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাসে ৩২,০০০ টাকা এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
সিভিল বিভাগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।