NALSA Internship 2026

সমাজে পিছিয়ে পড়া নাগরিকের আইনি সহায়তায় প্রশিক্ষণ দেবে কেন্দ্র! কারা যোগ দিতে পারবেন?

ইন্টার্নশিপ প্রোগ্রামে উপস্থিতির হার ৯০ শতাংশ হলে সার্টিফিকেট দেওয়া হবে পড়ুয়াদের। এই কোর্সে ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৫:১৪
Share:

প্রতীকী চিত্র।

সমাজের প্রান্তিক মানুষদের আইনি সহায়তার জন্য ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (নালসা) গড়ে তোলা হয়েছে। কেন্দ্রের উদ্যোগে গঠিত এই সংস্থার তরফে পড়ুয়াদের আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি বছর। ২০২৬ সালেও আয়োজন করা হবে ইন্টার্নশিপের। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

দেশের সমস্ত রাজ্যে আইন নিয়ে পাঠরতদের জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাঁদের এক দিকে যেমন সংস্থার কার্যক্রম সম্পর্কে সামগ্রিক ধারণা দেওয়া হয় এই প্রোগ্রামে। অন্য দিকে, বিভিন্ন ক্ষেত্রে আইনি সহায়তার মাধ্যমে কী ভাবে ন্যায়বিচার দেওয়া সম্ভব, তা-ও হাতেকলমে শেখানো হয় তাঁদের।

সংস্থার ইন্টার্নশিপটি এক মাসের। প্রোগ্রামে যোগ দিতে পারবেন তিন বছরের এলএলবি বা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্সে পাঠরতেরা। তিন বছরের কোর্সে যাঁরা দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়ছেন, তাঁরা ইন্টার্নশিপে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবার যাঁরা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স করছেন, তাঁদের ক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম বর্ষে পাঠরতদের অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

ইন্টার্নশিপ প্রোগ্রামে উপস্থিতির হার ৯০ শতাংশ হলে সার্টিফিকেট দেওয়া হবে পড়ুয়াদের। প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে।

ইচ্ছুক পড়ুয়াদের নালসা-র ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement