আইআইটি কানপুর। ছবি: সংগৃহীত।
বিশ্বজুড়ে বাড়ছে কার্বন দূষণ। বিভিন্ন দেশও তাই বিকল্প শক্তির সন্ধানে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন ও প্রযুক্তি তৈরি নিয়ে আলোচনা চলছে নানা দেশে। ইঞ্জিনিয়ার এবং পেশাদারদের জন্য এ বার এই বিষয়ে একটি পাঠক্রমও আনছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর।
প্রতিষ্ঠানের ‘রিনিয়েবেল এনার্জি অ্যান্ড টেকনোলজি’ বিষয়ে পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। যার ক্লাস হবে অনলাইনে। কোর্সটি এক বছরের। প্রোগ্রাম ফি ১লক্ষ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে বরাদ্দ ফি আলাদা ভাবে দিতে হবে।
আবেদনকারীদের কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, এনার্জি, মেটিরিয়ালস, মেকানিক্যাল, এরোস্পেস বা ইঞ্জিনিয়ারিংয়ের অন্য কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। যাঁদের পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন এই কোর্সে ভর্তির জন্য। স্নাতক বা স্নাতকোত্তরে থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। এ ছাড়া প্রয়োজন গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার স্কোরও।
কোর্সে ভর্তির জন্য যোগ্যতা যাচাই করা হবে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁদের পাঁচ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের প্রবেশিকা দিতে হবে না।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। কোর্স সম্পর্কিত বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।