যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ভাষাভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও এশিয়া এবং ইউরোপের নানা ভাষার খুঁটিনাটি শেখানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। পাশাপাশি, ইংরেজি ভাষায় কথোপকথনের জড়তা কাটাতেও পড়ানো হবে একটি পাঠক্রম।
মোট ১১টি ভাষার ক্লাস করানো হবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। এর মধ্যে কোরিয়ান, জাপানি, চিনা, ফরাসি, জার্মান, ইংরেজি, স্প্যানিশ-এর মতো বিদেশি ভাষাগুলি রয়েছে। তেমনি বাংলা, হিন্দি এবং সংস্কৃত ভাষাও পড়ানো হবে। রয়েছে ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্সের ক্লাসও। সমস্ত ভাষাতেই সার্টিফিকেট কোর্স করানো হবে। তবে ‘ফাংশানাল অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ’ বিষয়ে একটি আলাদা কোর্সও পড়ানো হবে প্রতিষ্ঠানের তরফে। সমস্ত কোর্সের মেয়াদ ছ’মাস থেকে এক বছর। বিষয়ের ভিত্তিতে কোর্স ফি-র পরিমাণ ৩,৬৯৪ টাকা বা ৫,৩৪৬ টাকা।
যে কোনও বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভর্তির আবেদন করা যাবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু কোর্সগুলির ক্লাস। বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুই থেকে তিনদিন সন্ধ্যায় ক্লাসের আয়োজন করা হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহযোগে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন জানানো যাবে। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।