প্রতীকী চিত্র।
উত্তর দিনাজপুর জেলায় একাধিক পদমর্যাদায় কাজের সুযোগ। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে জাতীয় স্বাস্থ্য মিশন-সহ নানা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। সমস্ত পদেই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
জেলায় কর্মী নিয়োগ করা হবে ডেন্টাল হাইজিনিস্ট, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট, ইমিউনাইজ়েশন ভলান্টিয়ার, নিউট্রিশনিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অ্যাটেন্ডেন্ট (ন্যাশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার), ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার এবং স্পেশালিস্ট (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, মেডিসিন, পেডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১০৭।
কোনও পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, আবার কোনও পদের ক্ষেত্রে ৬৭। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ন্যূনতম ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা।
নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ পদে আবেদন জানাতে পারবেন ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে স্নাতক বা স্নাতকোত্তীর্ণরা। পাশাপাশি থাকতে হবে কম্পিউটার পরিচালনা সম্পর্কিত জ্ঞান। একই ভাবে বাকি পদের জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
প্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।