কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, এ জন্য অফলাইনে পড়ুয়াদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের তরফে পিএইচডি-তে ভর্তির সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য মোট আসনের সংখ্যা ৩৬। যার মধ্যে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত রাখা হবে।
পিএইচডি-তে আবেদনের জন্য ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-র নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতামান স্থির করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। পরীক্ষা চলবে এক ঘণ্টা। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রার্থীদের ডাকা হবে। যাঁরা নেট বা সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইচ্ছুক পড়ুয়ারা বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে আগামী বছরের ৬ জানুয়ারিতে। ১৩ জানুয়ারি হবে ইন্টারভিউ। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।