Courses

কৃত্রিম মেধা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-সহ নানা বিষয়ে কোর্স থেকে কর্মশালা, কোথায় ও কবে?

নানা কোর্স, কর্মশালা, আলোচনাসভার সুলুকসন্ধান রইল এই প্রতিবেদনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৮:৩২
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয় নিয়ে নিরন্তর আলোচনা চলে। বর্তমানে এবং আগামী দিনে কোথায় কোন কোর্স, কর্মশালা বা আলোচনাসভা হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়ে আগে থেকেই। তারই খোঁজখবর রইল এই প্রতিবেদনে।

Advertisement

১। স্ট্যাটিস্টিক্যাল লার্নিং অ্যান্ড অ্যানালিটিক্স—

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এর তরফে কর্মশালার আয়োজন করা হয়েছে। বাস্তবজীবনের অ্যানালিটিক্যাল চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য আধুনিক স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা হবে।

Advertisement

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।

কবে— ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

কত দিন চলবে—পাঁচ দিন।

কারা আবেদন করতে পারবেন— রাশিবিজ্ঞান, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত বিষয় নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণেরা।

কোর্স মূল্য— ৬,০০০ টাকা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ১০ জানুয়ারি।

২। ফ্রন্টিয়ার ইন ম্যাথমেটিক্যাল সায়েন্সেস কনফারেন্স—

গণিতে উদ্ভাবন এবং অগ্রগতির নিয়ে নানা ভাবনা এবং গবেষণার আদানপ্রদান নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক এই আলোচনাসভার আয়োজক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি।

কোথায় হবে— প্রতিষ্ঠানে।

কবে— আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর।

কত দিন চলবে—তিন দিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক থেকে পেশাদার, সকলেই।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ১০ ডিসেম্বর।

৩। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ডেটা অ্যানালিটিক্স কোর্স—

বর্তমান প্রযুক্তি নির্ভর দুনিয়ায় কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটা অ্যানালিটিক্স-এর গুরুত্ব অপরিসীম। কর্মক্ষেত্রে নানা ভাবে কাজে লাগে এই বিষয় সংক্রান্ত জ্ঞান। এ বার সেই বিষয়েই কোর্স করাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ।

কোথায় হবে— অনলাইনে।

কবে— ১০ জানুয়ারি থেকে।

কত দিন চলবে— ছ’সপ্তাহ। প্রতি শনি এবং রবিবার ক্লাসের আয়োজন করা হবে।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও ব্যক্তি।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ৬ জানুয়ারি।

কোর্স মূল্য— ২,৮০০ টাকা।

৪। এআই অ্যান্ড অ্যানালিটিক্স কোর্স—

বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং রাজা পিয়ারিমোহন কলেজের তরফে কোর্সের আয়োজন করা হবে। সহযোগিতা করবে বেসরকারি সংস্থা টাটা ইএলএক্সএসআই।

কোথায় হবে— অনলাইনে।

কবে— আগামী বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

কত দিন চলবে— তিন মাস।

কারা আবেদন করতে পারবেন— বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক উত্তীর্ণেরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

৫। কিউএসএআর অ্যান্ড মলিকিউলার মডেলিং ইন ড্রাগ ডিজ়াইন অ্যান্ড এনভায়রনমেন্টাল হেল্‌থ সায়েন্সেস কর্মশালা—

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিটিসি ল্যাবরেটরির তরফে এই কর্মশালার আয়োজন করা হবে।

কোথায় হবে— অনলাইনে।

কবে— আগামী বছরে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি।

কত দিন চলবে— তিন দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া এবং গবেষকরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement