IIM Ranchi Admission 2025

অনলাইনেও করা যাবে এমবিএ, পেশাদারদের জন্য কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে আইআইএম রাঁচি

প্রতিষ্ঠানের এই এমবিএ এগ্‌জ়িকিউটিভ কোর্স দু’বছরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৭:২৮
Share:

আইআইএম রাঁচি। ছবি: সংগৃহীত।

কাজের ফাঁকে এমবিএ করার ইচ্ছে অনেকেরই থাকে। উচ্চতর এই ডিগ্রি পেশাগত ক্ষেত্রেও নানা সুযোগসুবিধা দেবে, এমন ভাবনাও থাকে অনেকের। এ বার তাঁদের জন্য আইআইএম রাঁচির তরফে চালু করা হয়েছে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এগ্‌জ়িকিউটিভ কোর্স। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

প্রতিষ্ঠানের এই এমবিএ এগ্‌জ়িকিউটিভ কোর্স দু’বছরের। প্রতি বছরে থাকবে তিনটি করে টার্ম। কোর্সের অধিকাংশ ক্লাস হবে অনলাইনে। যার আয়োজন করা হবে সপ্তাহান্তে। তবে পাঁচ থেকে সাতটি ক্লাস আইআইএম রাঁচি ক্যাম্পাসেও আয়োজন করা হবে।

কোর্সে আবেদন করতে পারবেন যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরপ্রাপ্তেরা। একইসঙ্গে তাঁদের তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।

Advertisement

কোর্সে মূলত অ্যাপ্লিকেশন নির্ভর পঠনপাঠনের উপর জোর দেওয়া হবে। পড়াবেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাই। পড়ানো হবে অপারেশনস্‌ ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, মার্কেটিং, অর্থনীতি-সহ নানা বিষয়।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। এ বিষয়ে সবিস্তার জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement