Gour Banga University Admission 2025

গবেষক-সহ অন্য পদে কর্মীর খোঁজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, কারা আবেদন করতে পারবেন?

উভয় পদে আবেদনকারীদের বাণিজ্য, অর্থনীতি, ম্যানেজমেন্ট-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:৫১
Share:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ভূ-রাজনৈতিক সমস্যার সঙ্গে জলবায়ু পরিবর্তন, বেকারত্বের হার বৃদ্ধি-র মতো বিষয়গুলির কী ভাবে জড়িত? এ নিয়ে গবেষণাভিত্তিক কাজ হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে ‘রিলেশনশিপ বিটউইন জিওপলিটিক্যাল রিস্কস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেটস: এভিডেন্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড আদার গ্লোবাল ইকোনমিজ়’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।

প্রকল্পে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং তিনজন ফিল্ড ইনভেস্টিগেটর প্রয়োজন। অর্থাৎ মোট শূন্যপদ চারটি। গবেষণার জন্য তথ্য সংগ্রহ থেকে শুরু করে রিপোর্ট প্রস্তুত করার মতো নানা কাজের দায়িত্বপালন করতে হবে তাঁদের। রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে মাসে ৩৭,০০০ টাকা এবং ফিল্ড ইনভেস্টিগেটরদের মাসে ২০,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

উভয় পদেই আবেদনের জন্য নির্ধারিত বয়ঃসীমা ২১ থেকে ৩৭ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। প্রথমে নিযুক্তদের তিন থেকে চার মাস কাজ করতে হবে সংশ্লিষ্ট পদে। এর পর আরও কিছু মাস এই মেয়াদ বাড়ানো হতে পারে।

উভয় পদে আবেদনকারীদের বাণিজ্য, অর্থনীতি, ম্যানেজমেন্টে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেট উত্তীর্ণ হওয়া বা এমফিল বা পিএইচডি থাকাও জরুরি।

ইচ্ছুকদের জীবনপঞ্জি-সহ বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১০ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement