KNU Admission 2025

সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তরের ইচ্ছে! কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:১১
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তরের একটি বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে তেমনটাই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পড়ুয়াদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবায় স্নাতকোত্তর (এমএসডব্লিউ) করা যাবে। অন্য স্নাতকোত্তরের বিষয়ের মতো এই কোর্সের মেয়াদও দু’বছর। যাঁরা স্নাতকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়েছেন অর্থাৎ যাঁদের বিএসডব্লিউ ডিগ্রি রয়েছে, তাঁরা স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে দুপুর দেড়টা থেকে।

Advertisement

আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। পরীক্ষার পর মেধাতালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement