Pondicherry University Admission 2025

পুদুচেরি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন?

বেশিরভাগ বিষয়ের জন্যই স্নাতকোত্তর উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। যাঁরা স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

পুদুচেরি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে গবেষণার সুযোগ দিচ্ছে পুদুচেরি বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নয়, বিশ্ববিদ্যালয় অধীনস্থ অন্য কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ার সুযোগ মিলবে। এ জন্য আবেদন করা যাবে অনলাইনে। বুধবার থেকেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ কলেজগুলিতে অ্যান্থ্রোপোলজি, ব্যাঙ্কিং টেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি, ইলেকট্রনিক মিডিয়াআর্থ সায়েন্সেস, পদার্থবিদ্যা, রসায়ন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিসাস্টার ম্যানেজমেন্ট, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস, ইংরেজি, হিন্দি, ফরাসি, দর্শন, এডুকেশন, মানবী বিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-সহ নানা বিষয় পড়ার সুযোগ রয়েছে। সমস্ত বিষয়ের মধ্যে পদার্থবিদ্যায় রয়েছে সর্বাধিক আসন— ৭৪টি।

বেশির ভাগ বিষয়ের জন্যই স্নাতকোত্তর উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। যাঁরা স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে পিএইচডি-তে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ সময় দু’ঘণ্টা। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৭৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১,৫০০ টাকা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ছাড় থাকবে। আগামী ৩০ ডিসেম্বর আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement