এনটিপিসি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এ অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে সংস্থায়। নির্ধারিত মেয়াদে কাজ করতে হবে নিযুক্তদের। এ জন্য অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে এক্জ়িকিউটিভ (আইবিডি) পদে। মোট শূন্যপদ রয়েছে চারটি। সংস্থার ইন্টারন্যাশনাল বিজ়নেস ডেভেলপমেন্ট বিভাগ করতে হবে নিযুক্তদের। প্রথমে তিন বছর সংস্থায় কাজ করতে পারবেন তাঁরা। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কর্মদক্ষতার ভিত্তিতে আরও দু’বছর বাড়ানো হতে পারে মেয়াদ।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে ৯০,০০০ টাকা পারিশ্রমিক পাবেন নিযুক্তেরা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও বিষয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এনার্জি ম্যানেজমেন্টে পিজিডিএম বা এমবিএ-তে ৬৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। এ ছাড়াও প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতার।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।