সিডবি। ছবি: সংগৃহীত।
ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (সিডবি) পরামর্শদাতা নিয়োগ করা হবে। সম্প্রতি ব্যাঙ্কের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে ব্যাঙ্কে।
ব্যাঙ্কে নিয়োগ হবে কনসালট্যান্ট ক্রেডিট অ্যানালিস্ট পদে। শূন্যপদ ১৪টি। নিযুক্তদের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। এর পর তাঁদের কাজের সময়সীমা আরও দু’বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বার্ষিক বেতন হবে ১২ লক্ষ টাকা। তাঁদের কর্মস্থল হবে মুম্বই অথবা নয়া দিল্লি। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্নাতকের পর চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার যোগ্যতাও থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। এর পর প্রার্থীদের আবেদনপত্র প্রথমে খতিয়ে দেখে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। আগামী ৪ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।