অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ উচ্চপদে কাজের সুযোগ। জানানো হয়েছে, সংস্থায় ই-১ গ্রেডে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে অসম এবং পশ্চিমবঙ্গের চা বাগানে। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৭টি। নিযুক্তদের চুক্তির মেয়াদ থাকবে পাঁচ বছর। প্রয়োজনে বাড়তে পারে মেয়াদ। নিযুক্তদের মাসিক বেতন বাবদ ৬০,৭২০ টাকা ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার, বায়োসায়েন্স, সায়েন্স, আর্টস, কমার্স-এ স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও চা বাগান বা কারখানায় তিন বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।