AIIMS Kalyani Admission 2025

কল্যাণীর এমস-এ অ্যানাটমি-সহ মেডিক্যালের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ, শূন্য আসন কত?

পিএইচডি-তে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৮:১১
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ। মঙ্গলবার কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রকাশ করা হয়েছে ‘ইনফরমেশন ব্রোশিয়োর’-ও। তাতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির আয়োজন করা হচ্ছে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানে যে সমস্ত বিষয়ে পিএইচডি-র জন্য আবেদন করা যাবে, সেগুলি হল— অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কার্ডিয়োলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ইএনটি, মাইক্রোবায়োলজি, ডেন্টিস্ট্রি, অপথ্যালমোলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি বা ল্যাব মেডিসিন, সাইকিয়াট্রি, ফার্মাকোলজি, ফিজ়িওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এবং নার্সিং মোট শূন্যপদের সংখ্যা ৩৭। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করার জন্য পড়ুয়ারা ছ’বছর পর্যন্ত সময় পাবেন।

আবেদন জানানোর জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা বিডিএস-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এমএস, এমডিএস, ডিএম, এমসিএইচ ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে নার্সিং ও অ্যালায়েড হেলথ-এর ক্ষেত্রে যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

Advertisement

পিএইচডি-তে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণদের এবং জাতীয় স্তরের কোনও ফেলোশিপ প্রাপকদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ১,৫০০ টাকা এবং সংরক্ষিতদের ১,০০০ টাকা জমা দিতে হবে। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ছাড় থাকবে। আগামী ৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement